পাওয়ারপ্লেতে উইকেট পেল না বাংলাদেশ
সিরিজের বাঁচা মরার লড়াইয়ে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ। তবে সেই ম্যাচে শুরুটা ভালো হয়নি মোটেও। পাওয়ারপ্লেতে বাংলাদেশ উইকেটের দেখা পায়নি। দলের চার বোলারকে দেখে শুনে খেলে ৪১ রান তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।
র্যাঙ্কিংয়ের ১৯তম দলের বিপক্ষে বাংলাদেশের লড়াইটা আজ বাঁচা-মরার। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুটো পরিবর্তন। প্রথম ম্যাচে ব্যর্থ লিটন দাসকে আজ দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দলে আনা হয়েছে তানজিদ হাসান তামিমকে। ওদিকে বোলিংয়েও আছে একটা পরিবর্তন। শেখ মেহেদী হাসান আজ বসছেন বেঞ্চে, একাদশে ঢুকেছেন তানজিম হাসান সাকিব।
এই লড়াইয়ে বাংলাদেশ আজ টস ভাগ্যটাকে সঙ্গে পেয়েছিল। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সকালের আদ্রতাকে কাজে লাগাতে নিয়েছিলেন বোলিংয়ের সিদ্ধান্ত।
তবে সে উদ্দেশ্যটা বাংলাদেশ কাজে লাগাতে পারেনি তেমন। তানজিম হাসান সাকিবকে দিয়ে শুরু, এরপর শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, কিংবা সাকিব আল হাসান, তাদের কেউই দলকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রুটা এনে দিতে পারেননি।
শুরুর দুটো ওভার একটু রয়েসয়ে খেলেছে যুক্তরাষ্ট্র। তবে এরপর থেকেই হাত খুলতে শুরু করেন দুই ওপেনার স্টিভেন টেলর আর অধিনায়ক মোনাঙ্ক পাটেল। ৬, ৯, ৬, ১৫ এই ছিল শেষ চার ওভারের রান।
ফলে কাঙ্ক্ষিত উইকেটের দেখা তো বাংলাদেশ পায়ইনি, উল্টো হজম করে বসে ৪১ রান। যার ফলে বড় রান হজমের শঙ্কাটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখন।