সিরিজ বাঁচাতে শান্তদের চাই ১৪৫ রান
যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হেরে অঘটন ঘটিয়েছে বাংলাদেশ। এতে দ্বিতীয় ম্যাচটি শান্ত-সাকিবদের জন্য হয়ে দাঁড়িয়েছে সিরিজ বাঁচানোর, কার্যত মান বাঁচানোরও। সেই ম্যাচে অর্ধেক কাজ অবশ্য সেরে রাখল বাংলাদেশের বোলাররা। রিশাদ-মুস্তাফিজ-শরিফুলদের দলীয় বোলিং নৈপুণ্যে স্বাগতিকদের দেড়শ’য়ের নিচেই আটকে রাখল নাজমুল হোসেন শান্তর দল। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের ৪২, অ্যারন জোন্সের ৩৫ এবং স্টিভেন টেইলরের ৩১ রানে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪ রান তোলে যুক্তরাষ্ট্র।
হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সেখানে ব্যাট করতে নেমে সফরকারী দলের পেসারদের দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার স্টিভেন টেইলর ও মোনাঙ্ক প্যাটেল। তাদের ওপেনিং জুটি থেকে আসে ৪ রান। সেই জুটি ভাঙ্গাসহ ইনিংসের সপ্তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে জোড়া উইকেট শিকার করেন লেগ স্পিনার রিশাদ হোসেন। টেইলর ফেরেন ৩১ রান করে এবং তিনে নামা আন্দ্রিয়েস গুস ফেরেন রানের খাতা না খুলেই।
অবশ্য সেই চাপ সামনে তৃতীয় উইকেটে অ্যারন জোন্সকে নিয়ে ৬০ রানের এক গুরুত্বপূর্ণ জুটি গড়েন অধিনায়ক মোনাঙ্ক। ৩৫ রান করা জোন্সকে ফিরিয়ে ৫৬ বল পর দলকে ব্রেক থ্রু এনে দেন মুস্তাফিজুর রহমান। স্বাগতিকদের স্কোরবোর্ডে তখন ১৬ ওভার ১ বলে ৩ উইকেটে ১০৪ রান।
সেখান থেকে যুক্তরাষ্ট্রের মিডল অর্ডার ব্যাটারদের আর সেভাবে চড়ে বসতে দেয়নি সফরকারী দলের পেসাররা। শেষ ৪ ওভারেই স্বাগতিকরা ৪ উইকেট হারালেও স্কোরবোর্ডে যোগ করে ৪০ রান। এতে ২০ ওভার শেষে ৬ উইকেটে যুক্তরাষ্ট্রের সংগ্রহ দাঁড়ায় ১৪৪ রানের। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন রিশাদ, মুস্তাফিজ ও শরিফুল।