‘সেঞ্চুরি’র দিনে বাংলাদেশের একাধিক বিব্রতকর রেকর্ড

‘সেঞ্চুরি’র দিনে বাংলাদেশের একাধিক বিব্রতকর রেকর্ড

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটা ওয়েস্ট ইন্ডিজের দখলে। ২০০৭ বিশ্বকাপে করেছিলেন ক্রিস গেইল। দলটা আরও এক সেঞ্চুরির দুয়ারেই ছিল। প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে ১০০তম হারের দুয়ারে ছিল তারা।

তবে এই বিব্রতকর রেকর্ডে প্রথম নাম হওয়া থেকে তাদের মুক্তি দিয়েছে বাংলাদেশ। গতকাল যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ তো খুইয়েছেই নাজমুল হোসেন শান্তর দল, বনে গেছে ১০০তম ম্যাচ হারা প্রথম দলও।

সিরিজটা বাংলাদেশ শুরু করেছিল ৯৮টি হার নিয়ে। সিরিজটা কোনো ম্যাচ না হেরে শেষ করতে পারলে বিশ্বকাপে সে ‘শতক’ পূরণ হতো। তবে বাংলাদেশ কাজটা বিশ্বকাপের আগেই শেষ করে ফেলেছে। 

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি হারা দল

দল ম্যাচ জয় হার
বাংলাদেশ ১৬৮ ৬৪ ১০০
ওয়েস্ট ইন্ডিজ ১৯২ ৮০ ৯৯
শ্রীলঙ্কা ১৮৯ ৮৫ ৯৮
জিম্বাবুয়ে ১৪৫ ৪৭ ৯৫
নিউজিল্যান্ড ২১৬ ১০৯ ৯০

তবে গত রাতের এই হারে বাংলাদেশ এই একটা রেকর্ডই গড়েনি। আরও বেশ কিছু রেকর্ড গড়া হয়ে গেছে শান্তদের। 

তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ এর আগে হেরেছে ৯টিতে। তবে তার কোনোটিই আইসিসির সহযোগী কোনো দেশের বিপক্ষে ছিল না। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই সিরিজই প্রথম। 

বাংলাদেশ এই সিরিজটা ভুলে যেতে চাইলেও যুক্তরাষ্ট্র ক্রিকেট এই সিরিজটাকে লিখে রাখবে সোনার হরফে। কেন? এই সিরিজ জয়টাই যে আইসিসির পূর্ণ কোনো সদস্যের বিপক্ষে তাদের প্রথম! এর আগে দলটা পূর্ণ সদস্যের বিপক্ষে জিতেছিল মোটে এক ম্যাচ। ২০২১ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে লডারহিলে। এবার দলটা সিরিজই পকেটে পুরে ফেলল। ইতিহাস নয়তো কী?

সম্পর্কিত খবর