যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ খুইয়ে যা বললেন সাকিব
তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ এর আগে হেরেছে ৯টিতে। তবে তার কোনোটিই আইসিসির সহযোগী কোনো দেশের বিপক্ষে ছিল না। যুক্তরাষ্ট্রের বিপক্ষে গত রাতে দ্বিতীয় ম্যাচেও হারের পর সে ‘কীর্তি’টাও গড়ে ফেলেছে বাংলাদেশ।
এই হারের পর গতকাল সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখানে তিনি প্রতিক্রিয়ায় যা বললেন, তা পাঠকদের জন্য তুলে ধরা হলো–
সিরিজ হারের পর প্রতিক্রিয়া
হ্যাঁ, অবশ্যই হতাশার। আমরা এমনটা আশা করিনি। কৃতিত্ব যুক্তরাষ্ট্র দলকে দিতে হবে তারা যেভাবে খেলেছে।
টপ অর্ডার কেন ব্যর্থ?
আমি বলতে পারব না। এটার উত্তর আমার কাছে নাই।
দল কেন পারফর্ম করছে না, সমস্যা কোথায়?
সমস্যা কোথায়, আমি তো জানি না। জানলে দলকে বলতাম, দল অন্যরকম পারফর্ম করত।
বিশ্বকাপে কি প্রভাব পড়তে পারে? আশাটা কেমন এখন?
বিশ্বকাপে প্রভাব পড়তে পারে, আবার নাও পড়তে পারে। আশাটা আগে যেমন ছিল, তেমনই আছে।
বিশ্বকাপের আগে প্রস্তুতি অপর্যাপ্ততা
দেখুন এটাকে যদি আমরা বিশ্বকাপের প্রস্তুতির সিরিজ ধরে থাকি, তাহলে এখানে আমাদের আরও অনেক ব্যাটিং বোলিং সেশন হওয়া দরকার ছিল। যেগুলোর কিছুই আমরা পাইনি। এখানে এক দিন নেট সেশন হয়েছে, তাও আমার ধারণা ব্যাটাররা পুরোপুরি ব্যাটিং করতে পারেনি। এক দিন ছিল অপশনাল, ওদিন ব্যাটাররা সুযোগটা নেয়নি। দুই দিকেই আপনি দোষ দিতে পারেন, যেদিন সুযোগ ছিল ওদিন ব্যাটাররা কেন এসে সুযোগটা নিল না। আবার এটাও বলতে পারেন যে আমরা যেহেতু এটা প্রস্তুতি সিরিজ হিসেবে নিয়েছিলাম, তাহলে কেন সুযোগগুলো নিলাম না? দুই দিকেরই ব্যর্থতা আছে।
এই সিরিজ ওয়েক আপ কল কি না?
এখানে আমরা বিশ্বকাপ খেলতে এসেছি। এটি আমাদের জন্য জেগে উঠার ডাক হতে পারে। কারণ আমরা যেভাবে চেয়েছি সেভাবে খেলতে পারিনি।
যুক্তরাষ্ট্রকে কি হালকাভাবে নিয়েছিল বাংলাদেশ?
আপনি তা বলতে পারেন। তবে আমার মনে হয় না। প্রথম ম্যাচে হয়ত আমরা যা চেয়েছি তা করতে পারিনি। পরের ম্যাচেও তা হল। আমরা আমাদের প্ল্যান কাজে লাগাতে পারিনি। আমার মনে হয়নি পিচ অত খারাপ ছিল। আমরা ভালো ব্যাট করিনি। আমাদের আরও ভালো ব্যাট করা উচিত ছিল।
এই সিরিজের পরেই বিশ্বকাপ…
প্রত্যেক দলের প্রত্যেকটা ম্যাচই কঠিন হবে। বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ হবে না আপনার। বিশ্বকাপের বিষয়টা হচ্ছে চাপের, ওই পরিস্থিতিতে আপনার স্নায়ু ধরে রাখার, কঠিন পরিস্থিতিতে টিকে থাকার। শেষ কয়েকটা বিশ্বকাপে আমরা দেখেছি প্রত্যেকটা ম্যাচই বেশ গুরুত্বপূর্ণ। কোনো দলকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।
তরুণদের আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত কি না?
এটা দলীয় খেলা। আপনি দল হিসেবে জেতেন, দল হিসেবে হারেন। এখানে সবাইকেই দায়িত্ব নিতে হবে। আপনি একজন মানুষ বা একটা বিভাগকে দায় দিতে পারবেন না। টি-টোয়েন্টিতে আপনাকে যে কোনো দলের বিপক্ষে জিততে তিন বিভাগেই বেশ ভালো ক্রিকেট খেলতে হবে। এখানে কোনো ছোট-বড় দল নেই। এ কারণে এখানে কোনো ছোট বড় দল নেই। এভাবেই শেষ দুই ম্যাচে যুক্তরাষ্ট্র খেলেছে।