এক ম্যাচেই শামির তিন রেকর্ড
বিশ্বকাপ শুরুর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ উইকেট শিকার করেছিলেন মোহাম্মদ শামি। তবুও বিশ্বকাপের শুরুর চার ম্যাচের একাদশে সুযোগ হয়নি তার। অবশেষে সুযোগ পান টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা দল নিউজিল্যান্ডের বিপক্ষে। সুযোগ পেয়েই তুলে নেন পাঁচ উইকেট। তাতেই ভিন্ন তিনটি রেকর্ডের মালিক বনে যান তিনি।
নিউজিল্যান্ডকে ২৭৩ রানে আটকে রাখার ম্যাচে ৫৪ রান খরচায় ৫ উইকেট নেন শামি। যা বিশ্বকাপে নিজের দ্বিতীয়। তাতেই ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র বোলার হিসেবে বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেটের মালিক বনে যান তিনি। যেই কীর্তি নেই দ্বিতীয় আর কোনো ভারতীয় বোলারের। শেষবার শামি এই কীর্তি গড়েছিলেন ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে।
এদিন এই কীর্তি ছাড়াও শামি বিশ্বমঞ্চে উইকেট তোলায় ছাড়িয়ে গেছেন স্বদেশী কিংবদন্তি বোলার অনিল কুম্বলেকের ৩১ উইকেটের মাইলফলককে।। বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে উইকেট তোলায় উঠে এসেছেন তিন নম্বরে। তার উইকেট সংখ্যা ৩৬। এ তালিকায় সবার উপরে থাকা জহির খান ও জভগল শ্রীনাথের উইকেট সংখ্যা সমান ৪৪ টি করে। শামির লক্ষ্যটা এখন তাদেরকে ছাড়িয়ে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাওয়া।
এছাড়াও এদিন ভারতের হয়ে বিশ্বকাপে চার বা তার বেশি উইকেট তোলায় সবাইকে পেছনে ফেলেছেন শামি। স্বদেশীদের মধ্যে দু’বারের বেশি চার উইকেট নেই শামি ছাড়া দ্বিতীয় কারোও। এ তালিকায় শামি চোখ রাঙাচ্ছেন সবচেয়ে বেশি ছয়’বার চার বা তার বেশি উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও পাঁচ’বার এই কৃতিত্ব গড়া প্রোটিয়া স্পিনার ইমরান তাহিরকে।