সিরিজ খুইয়ে মানসিকতায় সমস্যা দেখছেন শান্ত

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০২:৫২ পিএম | ২৪ মে, ২০২৪

বিশ্বকাপের ঠিক আগে আইসিসি র‍্যাঙ্কিংয়ের ১৯তম দলের কাছে সিরিজ খুইয়ে বসা। ৯ম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পরিস্থিতিটা ভালো নয় বাংলাদেশের। এমন পরিস্থিতিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সমস্যা দেখছেন দলের মানসিকতাতেই।

গতকাল ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় তিনি এসব কথা জানান। ম্যাচ হারের কারণ হিসেবে তিনি দুষলেন দলের ব্যাটিংকে। তিনি বললেন, ‘এটা আমাদের জন্য হতাশার। মাঝের ওভারগুলোতে আমরা প্রায় প্রতি ওভারেই উইকেট খুইয়েছি। এই কারণেই মনে হচ্ছে ম্যাচটা হেরেছি।’

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার। শেষ ম্যাচে দলের সামনে শঙ্কা হোয়াইটওয়াশের। তবে অধিনায়ক শান্ত জানালেন, এই ম্যাচটাকে তিনি দেখছেন ভালো ক্রিকেট খেলার সুযোগ হিসেবে। তিনি বলেন, ‘আমরা ভালো খেলিনি সত্যি বলতে। আমি মনে করি আরেকটা ম্যাচ আছে আমাদের সামনে, আমাদের পরিকল্পনা কাজে লাগানোর ভালো সুযোগ আমাদের সামনে। আশা করছি সামনের ম্যাচে ভালো ক্রিকেট খেলতে পারব।’

এভাবে সিরিজ হারের কারণ কী? দলের স্কিলই কি টি-টোয়েন্টির সঙ্গে যাচ্ছে না, নাকি অন্য কিছু? শান্ত সমস্যা দেখছেন দলের মানসিকতাতেই। তিনি বলেন, ‘আমার মনে হয় না আমাদের স্কিলে কোনো সমস্যা আছে বলে। আমাদের মানসিকতাটাকেই বদলাতে হবে। শেষ দুই ম্যাচে আমরা মোটেও ভালো করিনি।’

খেলার দুনিয়া | ফলো করুন :