রোহিত-কোহলিদের জন্য কেমন কোচ খুঁজছে বিসিসিআই?
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্য দিয়েই ভারতের প্রধান কোচ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের। নতুন কোচের জন্য বিজ্ঞাপনও দিয়েছে বিসিসিআই। যেই বিজ্ঞাপনে আবেদন করা যাবে আগামী ২৭ মে পর্যন্ত। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কিসের ভিত্তিতে কোচ নিয়োগ দেবে ভারত। রোহিত-কোহলিদের জন্য কেমন কোচ খুঁজছে বিসিসিআই? সেই প্রশ্নের উত্তরটা অবশ্য দিয়েছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ নিজেই।
কোচ খোঁজার প্রক্রিয়া নিয়ে নিয়ে জয় শাহ বলেন, ‘আমাদের জাতীয় দলের জন্য সঠিক কোচ খোঁজা একটি সূক্ষ্ম এবং পুঙ্খানুপুঙ্খ প্রক্রিয়া। আমরা এমন ব্যক্তিদের চিহ্নিত করার দিকে মনোনিবেশ করছি যারা ভারতীয় ক্রিকেট কাঠামো সম্পর্কে গভীর ধারণার অধিকারী। কেননা, টিম ইন্ডিয়াকে পরবর্তী স্তরে উন্নীত করার জন্য ভারতীয় ঘরোয়া ক্রিকেটের সম্পর্কে ভালো বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এর মধ্যে ভারতের কোচ হওয়া নিয়ে অনেকের নামেই গুঞ্জন শুনা গিয়েছে। রিকি পন্টিংও স্বীকার করেছেন সেটি। জানিয়েছেন, ভারতের কোচ হওয়ার আগ্রহ আছে কিনা এ ব্যাপারে বিসিসিআই কর্তারা তার কাছে জানতে চেয়েছিল। তবে তিনি সেটিতে রাজি হননি। জয় শাহ অবশ্য বিষয়টি মানতে রাজি নন। সাবেক কোনো অজি ক্রিকেটারকেই কোচ হওয়ার প্রস্তাব দেয়নি বিসিসিআই বলে মন্তব্য তার। সেই সঙ্গে জানিয়ে দেন আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের কোচ হওয়া কতটা মর্যাদাপূর্ণ যেকোনো কোচের জন্য।
জয় শাহ বলেন, ‘যখন আমরা আন্তর্জাতিক ক্রিকেটের কথা বলি, তখন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ কোনো ভূমিকা নেই। টিম ইন্ডিয়া বিশ্বব্যাপী সবচেয়ে বড় ফ্যান বেসকে পরিচালনা করে, সমর্থন উপভোগ করে যা সত্যিই অতুলনীয়। আমাদের সমৃদ্ধ ইতিহাস, খেলাটির প্রতি আবেগ এটিকে বিশ্বের সবচেয়ে লাভজনক চাকরিগুলির মধ্যে একটি করে তুলেছে।’
কেন সবাই ভারতের কোচ হতে চাইবেন সেটা জানিয়ে জয় শাহ বলেন, ‘ভূমিকাটি উচ্চস্তরের পেশাদারিত্বের দাবি করে। কারণ একজন ব্যক্তি বিশ্বের সেরা কিছু ক্রিকেটারকে কোচিং করতে পারবেন এবং প্রতিভাবান ক্রিকেটারদের দীর্ঘ লাইন থেকে চাহিদা মতো ক্রিকেটার তুলে আনতে পারবেন। তাছাড়া এক বিলিয়ন সমর্থকের আকাঙ্ক্ষা পূরণ করা একটি বিশাল সম্মান। আর এসব বিবেচনা করেই কোচ নিয়োগ দেবে বিসিসিআই। যিনি হবেন সঠিক প্রার্থী এবং ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম।’