পাকিস্তানকে নাকাল করতে একাদশে চার স্পিনার আফগানদের
স্পিন দুর্গ হিসেবে আলাদা পরিচিতি আছে চেন্নাইয়ে চিদাম্বরম স্টেডিয়ামের। সেভাবেই নিজেদের পরিকল্পনা সাজিয়েছে আফগানরা। পাকিস্তানকে স্পিন বিষে নাকাল করতে একাদশে চারজন স্পিনার রেখেছে হাসমতউল্লাহ শহিদির দল। তারকা পেসার ফজলহক ফারুকীকে বসিয়ে সুযোগ করে দেওয়া হয়েছে তরুণ স্পিনার নূর আহমেদকে। বার্তাটা স্পষ্ট স্পিন শক্তিতে প্রতিপক্ষকে ঘায়েল করতে চায় তারা।
পাকিস্তান অবশ্য পেস এবং স্পিনের মিশেলেই আফগানদের বিপক্ষে জয়ের পরিকল্পনা করছে। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন কেবল মোহাম্মদ নাওয়াজ। তার জায়গায় ফেরানো হয়েছে অভিজ্ঞ স্পিনার শাদাব খানকে। সঙ্গে আগের ম্যাচের ব্যর্থ উসামা মীরকে এ ম্যাচেও সুযোগ করে দেওয়া হয়েছে। তাছাড়া পেস ইউনিটে বরাবরেই মতোই আছেন শাহিন আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলী।
অন্যদিকে চেন্নাইয়ের উইকেট বিবেচনা করে রশিদ, নবি, মুজিবদের সঙ্গে বাড়তি স্পিনার হিসেবে দলে জায়গা করে দেওয়া হয়েছে নূর আহমেদকে।
অনেকটা অনুমেয়ই ছিল; এই মাঠে টস জয়ী দল আগে ব্যাট করতে চাইবেন। সে পন্থায় অবলম্বন করেছে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আগের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেও এ ম্যাচে তা করেননি তিনি। আগে ব্যাট করে আফগানদের শক্ত টার্গেট ছুড়তে চায় তার দল। এরপর বল করে আফগানদের বেধে ফেলতে চায় লক্ষের আগেই। তুলে নিয়ে চায় জয়। এগিয়ে যেতে চায় সেমিফাইনালের রেসে।
পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল- হক, নুর আহমদ।