ডাচদের হারিয়ে ত্রিদেশীয় শিরোপা জিতল আয়ারল্যান্ড

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় শিরোপা জিতল আয়ারল্যান্ড

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতি সারতে ত্রিদেশীয় সিরিজ খেলেছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। যেখানে ফাইনালে ডাচদের ৩ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ নিজের করে নিয়েছে আইরিশরা।

আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৬১ রান জমা করে আইরিশরা। দলের হয়ে ৩০ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলেন জর্জ ডকরেল। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে কুর্টিস ক্যাম্পালের ব্যাট থেকে। ডাব বোলারদের মধ্যে দুটি করে উইকেট তুলেছেন লোগান ভান বেগ, মেকেরেন ও বাস ডে লিড।

লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ৬৭ রান তুলে ফেলে ডাচরা। ৩৪ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন ওপেনার মিচেল লেভিট। এরপর ম্যাক্স ও’দোদ ৪১ বলে ৬০ রানের ইনিংস খেলে দলকে জয়ের ভিত গড়ে দিয়ে আসেন। ১২৩ রানে দ্বিতীয় উইকেট হারায় ডাচরা। তবে এরপর হঠাৎই ছন্দপতন।

বিক্রমজিত সিং ২২ বলে ২৭ রান করে সাজঘরে ফিরলে দায়িত্ব নিতে পারেননি বাকিরা। শেষ ওভারে ম্যাচ জিততে ১১ রান করতে হতো ডাচদের। বাস ডে লিড শেষ পর্যন্ত উইকেটে থাকলেই সেই সমীকরণ কিছুতেই মেলাতে পারেননি। শেষ পর্যন্ত ডাচদের ইনিংস থামে ৫ উইকেটে ১৫৮ রানে। আক্ষেপে পুড়তে হয় ৩ রানের।

সম্পর্কিত খবর