পাকিস্তানের বিশ্বকাপ দলে আরব আমিরাতের উসমান

পাকিস্তানের বিশ্বকাপ দলে আরব আমিরাতের উসমান

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে ২৫ মে পর্যন্ত দল ঘোষণার সময় বেধে দিয়েছিল আইসিসি। সেই সময়ের ঠিক একদিন আগে ২০তম দল হিসেবে ১৫ জনের বিশ্বকাপ দল ঘোষণা করল পাকিস্তান। দলে চমক সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার উসমান খানের অন্তর্ভুক্তি। এর বাইরে অবসর ভেঙে ফেরা দুই ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকেও রাখা হয়েছে দলে।

এর আগে, আরব আমিরাতের হয়ে খেললেও নিউজিল্যান্ড সিরিজে অভিষেক হয় মিডল অর্ডার ব্যাটার উসমান খানের। পরে তাকে নিষেধাজ্ঞাও জারি করে আরব আমিরাতের ক্রিকেট। তবে সেসব আমলে নেয়নি পাকিস্তান। তাকে বিশ্বকাপের দলে রেখে সবাইকে চমকে দিয়েছে দেশটি।

এবারের বিশ্বকাপে এ গ্রুপে পড়েছে পাকিস্তান। যেখান তাদের সঙ্গ একই গ্রুপে আছে কানাডা,আয়ারল্যান্ড যুক্তরাষ্ট্র ও ভারত। পাকিস্তানের বিশ্বকাপ শুরু হবে ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমের দল।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, উসমান খান।

সম্পর্কিত খবর