যুক্তরাষ্ট্রে শান্তদের আজ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই
সিরিজের প্রথম ম্যাচটা হারাই যখন অনেকটা অস্বাভাবিক কিছু ছিল, সেখানে সিরিজের দ্বিতীয় ম্যাচেও ‘অঘটন’ ঘটায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজটা ইতিমধ্যেই হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। এতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটা সফরকারীদের মান বাঁচানোর, হোয়াইটওয়াশ ‘লজ্জা’ এড়ানোর।
এই সিরিজেই আইসিসির সহযোগী দেশটির বিপক্ষে প্রথম ম্যাচ হার, পরে প্রথম সিরিজটাও হার, এবার প্রথমবারের মতো হোয়াইটওয়াশয়ের দুয়ারেও শান্ত-সাকিবরা। এবার তা এড়াতে তাই দলীয় পারফর্মের বিকল্প হয়তো অন্য কিছু ভাবছে না সফরকারীরা।
আগের দুই ম্যাচের ভেন্যু প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সেই বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে সিরিজের তৃতীয় ম্যাচটি।
জিম্বাবুয়ে সিরিজ থেকে যুক্তরাষ্ট্রেও টপ-অর্ডার ব্যাটারদের ব্যর্থতা যেন থামছেই না। প্রথম ম্যাচ হেরে তো অধিনায়ক শান্ত দায় দিয়েছিলেন খারাপ উইকেটকে। তবে পরের ম্যাচ শেষে সাবেক অধিনায়ক সাকিবের কাছে আবার উইকেট অতটাও খারাপ মনে হয়নি। তবে তার অভিযোগ ছিল অনুশীলনে পর্যাপ্ত সুযোগ না পাওয়া নিয়ে। সেখানে আবার তিনি স্বীকার করেছেন একটা অপশনাল দিল ছিল সেখানে চাইলে অনুশীলন করতে পারতেন ব্যাটাররা। এতে অভিযোগ, অজুহাত সব মিলিয়ে বিশ্বকাপের আগে শান্ত-সাকিবদের পারফর্ম পুরোদস্তুর ছন্নছাড়া।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাঁচ উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ানোর ভালো সুযোগ ছিল বাংলাদেশের। কেননা বোলারদের নৈপুণ্যে স্বাগতিকদের সংগ্রহ থেমেছিল ১৪৪ রানে। তবে আরও একবার ব্যাটিংয়ে হতশ্রী পারফর্ম প্রদর্শনী শেষে ১৩৮ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। এতে ৬ রানের ম্যাচসহ সিরিজটাও হেরে বসে নাজমুল হোসেন শান্তর দলটি।
তিন ম্যাচের এই সিরিজ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক এই দেশটির বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচেও নামবে বাংলাদেশ। প্রস্তুতি পর্বে আরেকটি ম্যাচে শান্ত-সাকিবরা খেলবে ভারতের বিপক্ষে।