বিশ্বকাপে ইংলিশদের নেতৃত্ব দিতে প্রস্তুত মঈন আলী 

বিশ্বকাপে ইংলিশদের নেতৃত্ব দিতে প্রস্তুত মঈন আলী 

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক অবশ্য জশ বাটলার। এমনকি আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে তার নেতৃত্বেই নামতে যাচ্ছে ইংলিশরা। তবে পিতৃত্বকালীন ছুটিতে টুর্নামেন্টের কোনো অংশে বাটলার অনুপস্থিত থাকলে প্রয়োজনে দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন মঈন আলী। 

বাটলার-লুইস দম্পতির ঘরে সামনে আসতে চলেছে তাদের তৃতীয় সন্তান। এতে টুর্নামেন্টের শুরু দিকে ছুটিতে থাকতে পারেন বাটলার। বর্তমানে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে তার দল। সেই সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে উদ্দেশ্যে উড়াল দেবে ইংলিশরা। সেখানে বিশ্বকাপের মূলপর্বে আগামী ৪ জুন বার্বাডোসের নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। 

ইংল্যান্ড দলের বর্তমান সহ-অধিনায়ক মঈন আলী এর আগে একটি ওয়ানডে ও ১২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন। 

সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মঈন বলেন, ‘আমি মনে করি ইংল্যান্ডের হয়ে আমি যথেষ্ট অধিনায়কত্ব করেছি। সে (বাটলার) যখন ছিল না তখন আমি দায়িত্বটা নিয়েছি, তারপর সে ফিরলে আবার দায়িত্বটা বুঝে নেয়।’

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ নামবে ইংল্যান্ড। এর আগে প্রথম ম্যাচটি পণ্ড হয়েছে বৃষ্টিতে। 

সম্পর্কিত খবর