বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে মুশফিক-মিরাজরা

বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে মুশফিক-মিরাজরা

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ দিয়ে ২০২৩-২৪ ঘরোয়া ক্রিকেট মৌসুমের পর্দা নেমেছে। এখন বাংলাদেশ ক্রিকেটে সময়টা জাতীয় দলের পাইপলাইন তৈরির। সে লক্ষ্যে হাই পারফর্ম্যান্স স্কোয়াডের অনুশীলন শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। এবার পালা বাংলাদেশ টাইগার্সের। এই স্কোয়াডে চমক হয়ে এসেছে মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজসহ আরও বেশ কিছু নাম।

এইচপির সব মুখ অনূর্ধ্ব ১৯ দলের হলেও বাংলাদেশ টাইগার্স মূলত গড়া হয়েছে সব জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে। তাদের নিয়েই এবার মাঠে গড়াচ্ছে ক্যাম্প। আগামীকাল ২৬ মে সকাল ৯টা থেকে ২১ খেলোয়াড় নিয়ে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এটি। ২১ জন খেলোয়াড়কে এই ক্যাম্পে যেতে হবে নিবিড় অনুশীলন ও কৌশলগত পরিকল্পনা সেশনের মধ্য দিয়ে।

এই স্কোয়াড তৈরি করেছেন জাতীয় নির্বাচক প্যানেল। এতে জায়গা পেয়েছেন অভিজ্ঞ খেলোয়াড়রা, সঙ্গে আছেন প্রতিভাবান তরুণরাও। সামনে থাকা চ্যালেঞ্জগুলোর জন্য তাদেরকে শারীরিক ও মানসিকভাবে তৈরি করাই এই ক্যাম্পের লক্ষ্য। 

স্কোয়াডে খানিকটা চমকই হয়ে এসেছে মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজদের নাম। এছাড়াও শেষ কিছু দিনে স্কোয়াডে থাকা নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, নাইম হাসান শাহাদাত হোসেন দিপু, নাহিদ রানারাও আছেন।

কাল মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু হচ্ছে এই ক্যাম্প। তবে এটা এখানেই সীমাবদ্ধ থাকবে না। চলবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেও।

বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড–
সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা, রেজাউর রহমান রাজা, আবু হায়দার রনি।

সম্পর্কিত খবর