হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে বাংলাদেশ একাদশে বদল আসবে?
সিরিজ বাঁচানোর আশা গুঁড়িয়ে গেছে আগের ম্যাচে। বিশ্ব র্যাঙ্কিংয়ের ১৯ নম্বর দল যুক্তরাষ্ট্রের কাছে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়ে বসেছে বাংলাদেশ। এবার শেষ ম্যাচে নাজমুল হোসেন শান্তদের সামনে শঙ্কা হোয়াইটওয়াশের। আজকের ম্যাচ জিতে সে লজ্জা থেকে বাঁচার মিশন বাংলাদেশের।
পুরো সিরিজজুড়েই বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। সবশেষ ম্যাচে মিডল অর্ডারও ভেঙে পড়েছে হুড়মুড়িয়ে। টপ অর্ডার তো ব্যর্থ ছিলই।
আগের ম্যাচে রানের খাতা না খুলতে পারা সৌম্য সরকারকে আজ একাদশে না রাখার সম্ভাবনা বেশ। সেক্ষেত্রে লিটন দাস ফিরতে পারেন একাদশে। উইকেটের পেছনে জাকের আলী অনিকের ভুলগুলো মাথায় রাখলে উইকেটকিপিংয়ের গ্লাভস তার হাতে দেখা যেতে পারে। ওপেনিংয়ে তার সঙ্গী থাকবেন তানজিদ তামিমই। নাজমুল হোসেন শান্ত আসবেন তিনে।
মিডল অর্ডারে পরিবর্তন আসছে না তেমন। সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিকদের নিয়ে গড়া হবে বাংলাদেশের আজকের মিডল অর্ডার। বোলিং আক্রমণও থাকতে পারে একই রকম। রিশাদ হোসেন আর তিন পেসার, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান, সঙ্গে সাকিবকে নিয়ে গড়া হবে বাংলাদেশের বোলিং লাইন আপ।
আজ রাত ৯টায় প্রেইরি ভিউ কমপ্লেক্সে বাংলাদেশ মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।