আইপিএলের ফাইনালে নেই ‘ভারত’
রোববার আইপিএলের ফাইনাল। টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়ে যে দুই দল ছিল টেবিলের সেরা দুইয়ে, তারাই মুখোমুখি হচ্ছে ফাইনাল। আইপিএলের আমেজের কারণে যেন ঢাকা পড়ে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেজ। যেটার বাকি সপ্তাহখানেক। আইপিএলের দেশ ভারতের বিশ্বকাপ দলের সদস্যরাও বিশ্বকাপের জন্য উড়াল দিচ্ছেন শনিবার।
তবে সেটার প্রভাব পড়ছে না আইপিএলের ফাইনালে। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে আছেন ১৫ জন ভারতীয় ক্রিকেটার। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদে আছেন ১৭ জন। দুই ফাইনালিস্টের কারও কোনো ক্রিকেটার নেই ভারতের বিশ্বকাপ দলে। শুধুমাত্র রিংকু সিং আছেন, যিনি কি-না দলের সাথে যোগ দেবেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে।
কলকাতার ভারতীয় খেলোয়াড়েরা হলেন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, নিতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, মনীশ পান্ডে, বরুণ চক্রবর্তী, সুইয়াশ শর্মা, চেতন সাকারিয়া, বৈভব অরোরা, হারশিত রানা, অঙকৃষ রঘুবংশী, শ্রীকর ভারত, অনুকূল রায়, রমণদীপ সিং এবং সাকিব হুসেইন। যাদের মধ্যে কপাল পুড়েছে শ্রেয়াস আইয়ার এবং রিংকু সিংয়ের। যারা ছিলেন টিম ইন্ডিয়ার নিয়মিত একাদশের সদস্য।
অরেঞ্জ আর্মিদের ভারতীয় খেলোয়াড়েরা হলেন অভিষেক শর্মা, ভুবনেশ্বর কুমার, ওয়াশিংটন সুন্দর, উমরান মালিক, নটরাজন, মায়াঙ্ক মারকান্দে, মায়াঙ্ক আগারওয়াল, জয়দেব উনাদকাট, রাহুল ত্রিপাঠী, শাহবাজ আহমেদ, আবদুল সামাদ, নিতিশ রেড্ডি, আকাশ সিং, সানভির সিং, আনপ্রীত সিং, জঠাবেধ সুব্রামানিয়ান এবং উপেন্দ্র সিং। গত বিশ্বকাপে খেললেও আপাতত টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টির রাডারে নেই ভুবি। অভিষেকে নামটা প্রত্যাশিত হলেও অনভিজ্ঞতার কারণে মেলেনি সুযোগ। নিয়মিত জাতীয় দলে খেললেও জায়গা হয়নি সুন্দরের। এছাড়া উমরান মালিক-রাহুল ত্রিপাঠিরা ছিলেন আশা-যাওয়ায়।
আইপিএলে এই আসরে সর্বোচ্চ চারজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স থেকে। যেখানে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ছিলো দশ দলের মধ্যে দশম।