তাসকিনকে নিয়েই বিশ্বকাপে বাংলাদেশ
বিশ্বকাপের দল চূড়ান্ত করার সুযোগ ছিল গতকাল রান তিনটা পর্যন্ত। সে সময় পেরিয়ে গেছে। বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আসেনি। তাসকিন আহমেদকে নিয়েই বিশ্বকাপ দল নিশ্চিত করা হয়েছে।
চলমান যুক্তরাষ্ট্র সফরটা মোটেও চাহিদামাফিক কাটছে না বাংলাদেশের। হিউস্টনে যুক্তরাষ্ট্রের কাছে দুই ম্যাচেই সিরিজ খুইয়ে বসেছে নাজমুল হোসেন শান্তর দল। ঠিক এই সময় মিলল তাসকিনকে নিয়ে স্বস্তির খবর।
তাসকিনকে রেখে বিশ্বকাপ স্কোয়াড সাজানো হয়েছিল বটে। কিন্তু তার সাইড স্ট্রেইনের সমস্যা তাকে ভোগাচ্ছিল। বিশ্বকাপের শুরু থেকে তাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে ছিল শঙ্কা। যদিও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছিলেন, তার জন্য অপেক্ষা করবে দল। না হলে বিশ্বকাপের সময় বিকল্প ব্যবস্থা নেবে ম্যানেজমেন্ট।
আপাতত সে পথে না হাঁটার ইঙ্গিতই মিলেছে। বিশ্বকাপের দলে বাংলাদেশ কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টি আজ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন লিপু। বলেছেন,
‘এটা মূলত একটা ফরমালিটির ব্যাপার ছিল। বাড়তি সুবিধা দেওয়ার জন্য প্রতিটি দলকেই দেওয়া হয়েছিল সুযোটা। সেই আলোকে আমরা ২৪ তারিখ দুবাই সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় পেয়েছিলাম। নিয়ম মেনে আমরা নির্বাচকেরা অধিনায়ক ও কোচের সঙ্গে আলোচনা করেছি। যে দলটা আমাদের এই মুহূর্তে আছে, সেই দলটিই আমরা বহাল রেখেছি। তাসকিনও দলে সংযুক্ত করা আছে।’
সঙ্গে তাসকিনকে নিয়েও তিনি দিয়েছেন সুখবর। জানিয়েছেন, প্রত্যাশার চেয়ে ভালো গতিতে সুস্থ হয়ে উঠছেন এই গতিতারকা। বলেছেন, ‘তাসকিনের আরেকটা এমআরআই হয়েছে। যে গতিতে তার অগ্রগতি হবে প্রত্যাশা করা হয়েছিল, তার চেয়ে ভালো করছে সে। ৩০-৩১ তারিখের দিকে আরেকবার তাকে দেখবে। এরপর ১ তারিখ হয়তো বোলিং শুরু করবে। তার আগে এখন থেকেই ট্রেনিং শুরু করবে। আশা করা যায় ৫ তারিখ থেকে তাসকিন ফুল রানআপে বোলিং করবে।’