হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ বাংলাদেশ খুইয়ে বসেছে আগের ম্যাচেই। আজ মিশনটা যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইটওয়াশ থেকে বাঁচার। সে মিশনে আজ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জিতেছেন টসে। নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর ভিতই নড়ে যায় দেশের ক্রিকেটের। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ যখন ৬ রানে হেরে বসল যুক্তরাষ্ট্রের কাছে, তখন তা রীতিমতো একটা প্রলয়ঙ্করী ভূমিকম্প হয়েই এসেছিল। আজ আরও বড় কোনো বিপর্যয় ঠেকানোর মিশন নিয়েই নামবে বাংলাদেশ।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে একাধিক পরিবর্তন। জাকের আলী অনিকের জায়গায় একাদশে এসেছেন লিটন দাস। আজ তাকে উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যাবে। আর ব্যাটিংয়ে মিডল অর্ডারে দেখা যেতে পারে লিটনকে। 

ওদিকে বোলিংয়ে আছে এক পরিবর্তন। শরিফুল ইসলামকে আজ বিশ্রামে রাখা হয়েছে। একাদশে খেলছেন রিজার্ভে থাকা পেসার হাসান মাহমুদ।

বাংলাদেশ স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব।

সম্পর্কিত খবর