পাওয়ারপ্লেতে বাংলাদেশ হজম করল ৪৬ রান

পাওয়ারপ্লেতে বাংলাদেশ হজম করল ৪৬ রান

যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ হোয়াইটওয়াশ এড়াতে লড়ছে বাংলাদেশ। এই লড়াইয়ে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। পাওয়ারপ্লেতে হজম করেছে ৪৬ রান। যদিও দুটো উইকেট তুলে নিয়েছে সফরকারীরা।

স্বাগতিকদের বিপক্ষে প্রথম দুই ম্যাচের পুনরাবৃত্তি এড়ানোর মিশনে আজ নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস ভাগ্যটা সঙ্গে পান। নেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

বাংলাদেশ দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। লিটন দাস আসেন জাকের আলী অনিকের জায়গায়। আর শরিফুল ইসলামের জায়গায় দলে আসেন হাসান মাহমুদ। ওদিকে যুক্তরাষ্ট্র আগের দুই ম্যাচ জয়ের চার নায়ককে আজ বিশ্রামে রেখে নামে মাঠে।

বল হাতে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদদের সবাই খরুচে ছিলেন বেশ। তানজিম হাসান সাকিবও বেশ খরুচেই ছিলেন। সাকিব আল হাসানও রান বিলিয়েছেন দেদারসে। তাদের সবাইকেই দুই ওপেনার শায়ান জাহাঙ্গীর ও আন্দ্রিস গোমেজ খেলেছেন অনায়াসে। ওপেনিং জুটি থেকে ২৪ বলে আসে ৪৬ রান।

এই জুটিটা ভাঙেন সাকিব। ফেরান গাউসকে। পরের ওভারে জাহাঙ্গীরকেও সাজঘরের পথ দেখান মুস্তাফিজ, নেন উইকেট মেইডেন। তবে এরপরও পাওয়ারপ্লেটা ভালোভাবেই শেষ করে স্বাগতিক যুক্তরাষ্ট্র। পাওয়ারপ্লের ৬ ওভার শেষে তাদের রান দাঁড়ায় ২ উইকেটে ৪৬।

সম্পর্কিত খবর