শতরান ছুটে গেলেও আনুশকা গর্বিত
আগের ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। সুযোগ ছিল ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকানোর। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই মঞ্চটা প্রস্তুতও করে ছিলেন তিনি। তবে এবার আর শেষ পর্যন্ত তা পেরে উঠেননি। ৯৫ রানে থাকাকালীন ম্যাট হেনরিকে ছক্কা মারতে গিয়ে আক্ষেপ নিয়ে মাঠ ছড়তে হয় তাকে।
সুযোগ থাকার পরও কোহলির এমন সেঞ্চুরি মিসে আক্ষেপে পুড়ছেন তার ভক্তরা। যদিও সেঞ্চুরি মিস করলেও আক্ষেপ নেই তার সহধর্মিণী আনুশকা শর্মার। বরং কোহলিকে নিয়ে গর্বিত তিনি।
কোহলির আউট হওয়ার সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রেয়ার করে আনুশকা লিখেছেন, ‘আমি তোমার জন্য সবসময় গর্বিত।’
ম্যাচে কোহলি সেঞ্চুরি মিস করলেও তার ওই ইনিংসের মহাত্ম যে কতোটা তা বেশ ভালোই উপলব্ধি করতে পেরেছে ভারত। কিউইদের পেস আগ্রাসন থামিয়ে যেভাবে একপাশ আগলে রেখে দলকে জয়ের দিকে নিয়ে গেছেন তিনি। তা মুগ্ধ করবে যে কাউকে।