তামিম-সৌম্যে চড়ে সহজ জয়ের পথে বাংলাদেশ
লক্ষ্যটা মামুলি ১০৪ রানের। সেটি আরও সহজ বানিয়ে দিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। শুরু থেকে তাদের সাবলীল ব্যাটিংয়ে সহজ এক জয়ের পথেই এগোচ্ছে বাংলাদেশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮৩ রান। জয়ের জন্য ৬৬ বলে তাদের প্রয়োজন স্রেফ ২২ রান। ৪৭ রানে অপরাজিত আছেন তামিম, অপরপ্রান্তে সৌম্য ব্যাট করছেন ৩১ রানে।
এর আগে মুস্তাফিজের ৬ উইকেটের রেকর্ড স্পেল ও রিশাদের রেকর্ড ইকোনমিকাল বোলিংয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ১০৪ রানেই থামায় নাজমুল হোসেন শান্তর দল। বোলিংয়ে দারুণ এই ছন্দের পর ব্যাটিংয়ে টপ-অর্ডারেও যেন ছন্দ ফিরে পেল বাংলাদেশ। তবে এতে কী বাড়ল আফসোস? আগের দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার অমন ইনিংস এড়াতে পারলে হয়তো সিরিজটা এভাবে শেষ হতো না বাংলাদেশের।