হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে রেকর্ড বইয়ে তোলপাড়
সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ গতকাল নেমেছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে। ১০ উইকেটের দাপুটে জয়ে বাংলাদেশ তা করেছে ভালোভাবেই।
শুরুতে বোলিংয়ে নেমে নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে আটকে রেখেছে ১০৪ রানে। জবাবে দাপুটে ব্যাটিংয়ে তা বাংলাদেশ টপকে গেছে ১০ উইকেট হাতে রেখেই। এমন এক জয়ে রেকর্ড বইয়েও তোলপাড় ফেলেছে নাজমুল হোসেন শান্তর দল। একাধিক রেকর্ড লিখেছে নতুন করে।
৭০০
যুক্তরাষ্ট্রের ওপেনাররা অবশ্য এই ম্যাচে শুরুটা করেছিলেন বেশ ভালো। শুরুর পাঁচ ওভারেই তুলে ফেলেছিলেন ৪৬ রান। তবে তাদের রানের পাগলা ঘোড়াকে বাগে আনেন সাকিব আল হাসান। আন্দ্রিস গাউসকে ৫ম ওভারে ফেরান সৌম্য সরকারের হাতে ক্যাচ বানিয়ে।
তাতেই একটা মাইলফলক ছোঁয়া হয়ে যায় তার। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭০০তম উইকেটটা নিজের ঝুলিতে পোরেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ১৭তম বোলার হিসেবে এই মাইলফলক ছুঁলেন তিনি।
একটা জায়গায় অবশ্য তিনি প্রথম। ৭০০ রানের পাশে ১৪০০০ আন্তর্জাতিক রানও আছে, এমন কীর্তি নেই আর একটিও। এখানে সাকিব অদ্বিতীয়।
৬
বাংলাদেশের এর আগে সেরা টি-টোয়েন্টি বোলিংটা করেছিলেন ইলিয়াস সানি, ২০১২ সালে আয়ারল্যান্ডের বেলফাস্টে তাদেরই বিপক্ষে ১৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। তবে সে রেকর্ডটাকে গত রাতে মুস্তাফিজ পাঠিয়ে দিয়েছেন দুইয়ে। ১০ রান খরচায় তিনি নিয়েছেন ৬ উইকেট। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে তিনি টি-টোয়েন্টিতে নিয়েছেন ৬ উইকেট।
বিশ্বরেকর্ডের তালিকাতেও উঠে এসেছেন তিনি। তার এই ৪-১-১০-৬ টি-টোয়েন্টির অষ্টম সেরা বোলিং বিশ্লেষণ।
২
টি-টোয়েন্টির ওপেনিংয়ে সেঞ্চুরি জুটি বাংলাদেশ সচরাচর পায় না। গত রাতে মোটে চতুর্থ বারের মতো ওপেনিং জুটিতে সেঞ্চুরির দেখা পেয়েছে দল। বাংলাদেশের মতো তানজিদ তামিম ও সৌম্য সরকারের জুটিতে সেঞ্চুরি অবশ্য বিরল কিছু নয়। শেষ ১৫ দিনে এ নিয়ে দ্বিতীয় বারের মতো সেঞ্চুরি উপহার দিল এ ওপেনিং জুটি।
১
টি-টোয়েন্টিতে এই প্রথমবারের মতো বাংলাদেশ কোনো ম্যাচ জিতল ১০ উইকেটে। বলাই বাহুল্য, এটা বাংলাদেশের সবচেয়ে বড় জয়ও।
এর আগে রান তাড়া করতে নেমে সবচেয়ে বড় জয় ছিল আফগানিস্তানের বিপক্ষে। ২০১৪ বিশ্বকাপের প্রথম পর্বে আফগানদের ৭২ রানে অলআউট করে সেটা ৯ উইকেট হাতে রেখে টপকে গিয়েছিল বাংলাদেশ। গতকালকের ম্যাচ সেটাকে দুইয়ে ঠেলে দিয়ে উঠে এসেছে শীর্ষে।
বলের বিচারেও এটাই সবচেয়ে বড় জয়। আফগানদের বিপক্ষে ওই ম্যাচটা বাংলাদেশ জিতেছিল ৪৮ বল হাতে রেখে। গতকালকের এই ম্যাচ বাংলাদেশ জিতেছে ৫০ বল হাতে রেখে।