১০ উইকেটের জয় আত্মবিশ্বাস দেবে বিশ্বকাপে, বললেন শান্ত

১০ উইকেটের জয় আত্মবিশ্বাস দেবে বিশ্বকাপে, বললেন শান্ত

র‍্যাঙ্কিংয়ের ৯ আর ১৯তম দলের লড়াই। তাতে নবম দলটা প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে জিতল ১০ উইকেটে। এমনটাই তো হওয়ার কথা, তাই না? 

তবে বাংলাদেশ ভজকটটা পাকিয়েছে আগের দুই ম্যাচ মিলিয়ে। দুটো জেতা ম্যাচ হাত ফসকে বেরিয়ে গেছে। তারই ফল যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের গ্লানি। 

তবে ‘শেষ ভালো যার, সব ভালো তার’ এ প্রবাদটা মনে আছে নিশ্চয়ই? অধিনায়ক শান্ত বড় করে দেখতে চাইছেন সেটাকেই।

গতকাল সিরিজের শেষ ম্যাচে টস জিতে শুরুতে বোলিং করে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে ভর করে যুক্তরাষ্ট্রকে বেধে রাখে ১০৪ রানে। এরপর তানজিদ তামিম ও সৌম্য সরকারের দাপুটে ব্যাটিংয়ে ভর করে ৫০ বল হাতে রেখেই ১০ উইকেটের বিশাল জয় তুলে নেয় দল। 

আগের দুই ম্যাচের সঙ্গে এই ম্যাচের পার্থক্যটা পরিকল্পনা বাস্তবায়নে। আগের দুই ম্যাচে হয়নি, এই ম্যাচে হয়েছে, জানালেন শান্ত। বললেন, ‘আমি মনে করি ছেলেরা আজ তাদের চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে। যে পরিকল্পনাটা করেছিলাম এই ম্যাচকে সামনে রেখে, সবাই তা বাস্তবায়ন করতে পেরেছে।’

সিরিজ হারাটা হতাশারই। তবে শেষ ম্যাচের এমন জয় দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে, বিশ্বাস শান্তর। তিনি বলেন, ‘আমাদের জন্য বিষয়টা হতাশার। সত্যি বলতে আমরা মোটেও ভালো খেলিনি। তবে আমরা সিরিজটা ভালোভাবেই শেষ করেছি। আর আমার মনে হয় বিশ্বকাপের আগে এটা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।‘

বিশ্বকাপের আগে এই সফরটা থেকে উপকারই হয়েছে বাংলাদেশের। টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। তার আগে এমন সফরের মানে দাঁড়াচ্ছে কন্ডিশন, উইকেটের ধরন নিয়ে ধারণাটা এখন একটু বেশি।

এমনটাই বিশ্বাস করছেন শান্ত। বললেন, ‘এখন আমরা কন্ডিশন ও আরও অনেক কিছু জানি। তো সব কিছু মিলিয়ে আমরা এখন অভিজ্ঞ। যদি বিশ্বকাপে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারি, তাহলে বিষয়টা দলকে সাহায্য করবে।’

দাপুটে জয়ে হারানো আত্মবিশ্বাসটা ফিরে এসেছে। দলও উইকেট আর কন্ডিশন সম্পর্কে বেশি ‘অভিজ্ঞ’। বিশ্বকাপে তাহলে এবার তার ফল দেখার পালা।

সম্পর্কিত খবর