১১৬৯ বল পর ছক্কা!
নাভিন উল হকের করা শর্ট বলটা সীমানাছাড়া করলেন আব্দুল্লাহ শফিক। সঙ্গে সঙ্গে পাকিস্তান ‘মুক্তি’ পেল একটা অদ্ভুতুড়ে বিষয় থেকে। চলতি বছর সব দলই পাওয়ারপ্লেতে অন্তত একটা করে ছক্কা মেরেছে, কিন্তু পাকিস্তানের ঝুলি ছিল শূন্য। বলের হিসেবে ১১৬৯ বল। অবশেষে সে ‘ফ্যাক্ট’টা থেকে মুক্তি পেল পাকিস্তান।
রান হচ্ছিল না যে, বিষয়টা এমন নয়। কিন্তু পাকিস্তানের ওপেনাররা যেন ছক্কা হাঁকাতে পারছিলেন না! সে ছক্কাটাই এল আব্দুল্লাহর ব্যাট থেকে। সঙ্গী ইমাম উল হককে নিয়ে শুরুটা দারুণই করেছিলেন তিনি। পাওয়ারপ্লেতে তুলে নিয়েছিলেন ৫৬ রান।
তবে এরপরই পাকিস্তানকে চেপে ধরে আফগানরা। দ্বিতীয় পাওয়ারপ্লের শুরুর ওভারেই ইমামকে ফেরান আজমতউল্লাহ উমরজাই। বাবর আজমকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ সেটা পুষিয়ে দিচ্ছিলেন ভালোভাবেই।
নুর আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন আব্দুল্লাহ। নুর তার পরের ওভারে ফেরান মোহাম্মদ রিজওয়ানকেও। আর তাতে পাকিস্তান খানিকটা চাপেই পড়ে গেছে মাঝের ওভারে এসে।