আইপিএল ফাইনাল নিয়ে ‘শঙ্কা’
আইপিএলের ১৭তম আসর বিদায়ের একদম দুয়ারে। আজ (রোববার) ফাইনালে শিরোপা জয়ের লড়াইয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। তবে সেই ফাইনাল মাঠে গড়ান নিয়ে দাঁড়িয়েছে শঙ্কা।
কেননা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রিমাল’। আজ সন্ধ্যায় যেটি অতিক্রম করতে পারে বাংলাদেশের উপকূলীয় স্থানগুলো। এদিকে ফাইনালের ভেন্যু চেন্নাইয়ের চিপক। চেন্নাইও ভারতের উপকূলীয় একটি শহর। এবং ঘূর্ণিঝড়ের কিছুটা প্রভাব সেখানেও পড়ার সম্ভাবনা রয়েছে। তবে কী ঠিক সময়ে গড়াতে পারবে আসরের শেষ ম্যাচটি?
আবহাওয়া বিবেচনায় আগে থেকেই ফাইনালের জন্য রিজার্ভ ডে (সোমবার) রাখা আছে, আসরের শুরুর দিকে বৃষ্টির দেখা না মিললেও গ্রুপপর্বের শেষ দিকে তিনটি ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টিতে। তবে প্লে-অফে এখন পর্যন্ত কোনো ম্যাচে বাঁধা হয়ে দাঁড়ায়নি বৃষ্টি।
ভারতীয় একাধিক গণমাধ্যমের সূত্রমতে, চেন্নাইয়ে আকাশ সকাল থেকেই মেঘে ঢাকা। দিনে একাধিকবার বৃষ্টি সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া পূর্বাভাস দিচ্ছে আশার আলো। দিনের বৃষ্টির সম্ভাবনা থাকলেও সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। এদিকে তখন বাতাসের আদ্রতা থাকার কথা ৭০ শতাংশের কাছাকাছি। এতে আজকেই যথাসময়ে ফাইনাল শেষ হওয়ার সম্ভাবনাই থাকছে বেশি। তবে যদি তেমনটা না হয় তাহলে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল (সোমবার)।