প্রস্তুতি ম্যাচে ভারত দলে থাকছেন না কোহলি
জুনের ২ তারিখ থেকে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। যাত্রার প্রথম এই ব্যাচে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর এবং আরও কয়েকজন খেলোয়াড়। তবে এই সদস্যদের সঙ্গে বিরাট কোহলিকে দেখতে না পেয়ে অনেকেই বেশ অবাক হয়েছেন।
চলতি আইপিএলের স্কোয়াডের ভারতীয় খেলোয়াড়রা, যাদের দল এই প্লে-অফে জায়গা করতে পারেনি, প্রাথমিকভাবে গতকাল ২৫মে-তে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হবে এমনটাই পরিকল্পনা ছিল। সে হিসেবে এই বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির কোহলি এবং মোহাম্মদ সিরাজও প্রাথমিক ব্যাচের সঙ্গে দেশ ছাড়বেন এটাই আশানুরূপ ছিল।
তবে নিউইয়র্কের উদ্দেশ্যে রোহিত এবং অন্যান্য ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সিরাজ উপস্থিত থাকলেও কোহলি ছিলেন অনুপস্থিত। ভ্রমণ দলে বাকি খেলোয়াড়দের মধ্যে ছিলেন সূর্যকুমার যাদব, জসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, আরশদীপ সিং, খলিল আহমেদ, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল।
ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, বিসিসিআইয়ের একজন প্রতিনিধি প্রাথমিকভাবে দেশ ছাড়া দলের সঙ্গে কোহলির উপস্থিত না থাকা বিষয়ে জানিয়েছেন। কোহলি ক্রিকেট বোর্ডকে আগেই জানিয়ে রেখেছিলেন যে, ৩০ মে সকালে তার নিউইয়র্ক যাওয়ার পরিকল্পনা আছে। জুনের ১ তারিখ একটি প্রস্তুতি ম্যাচ আছে ভারতের, সেখানে নিশ্চিতভাবে মাঠে দেখা যাবে না কোহলিকে।
বিসিসিআইয়ের প্রতিনিধি জানিয়েছেন, ‘কোহলি আমাদের আগেই জানিয়েছিলেন যে তিনি দেরিতে দলে যোগ দেবেন এবং সেই কারণেই বিসিসিআই তার ভিসা অ্যাপয়েন্টমেন্ট দেরীতে রেখেছে। তিনি ৩০ মে ভোরে নিউইয়র্কের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বলে আশা করা হচ্ছে। বিসিসিআই তার অনুরোধে সম্মত হয়েছে।‘