মারুফার হ্যাটট্রিক, আবাহনী-মোহামেডানের জয়
ইনিংসের তৃতীয় ওভারেই দারুণ ছন্দে থাকা মোহামেডান ওপেনার জেসিয়া আক্তারকে ফিরান মারুফা আক্তার। তবে এরপর লম্বা সময় উইকেট পাননি। পরে শেষ ওভারে এসে টানা তিন বলে ফিরিয়েছেন সাবেকুন নাহার, সুলতানা ইয়াসমিন ও ফারিয়া তৃষ্ণার উইকেট। বিকেএসপির হয়ে দেখা পেয়েছেন চলতি লিগের প্রথম হ্যাটট্রিকের। অবশ্য তার এমন দিনেও ম্যাচ জেতা হয়নি তার দলের। মোহামেডানের বিপক্ষে হারতে হয়েছে ৭২ রানের বড় ব্যবধানে।
এদিন নির্ধারিত ওভারে ৯ উইকেট খরচায় স্কোরবোর্ডে ২২৮ রান জমা করে মোহামেডান। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান আসে সোবহানা মোস্তারির ব্যাট থেকে। অন্যদিকে বিকেএসপির বোলারদের মধ্যে ১০ ওভার হাত ঘুরিয়ে ১ ওভার মেইডেন দিয়ে ৩৫ রান খরচায় ৪ উইকেট তুলেছেন মারুফা।
জবাব দিতে নেমে অবশ্য সুবিধা করতে পারেনি বিকেএসপি। ওপেনার ফাহমিদা ছোয়ার ৩৯ রানের পর অধিনায়ক সুমাইয়া আক্তার করেন ৩০ রান। তবে দলের বাকিরা দায়িত্ব নিতে না পারলে শেষ পর্যন্ত ১৫৬ রানে অলআউট হয়ে যায় বিকেএসপি। তাতে মোহামেডান ম্যাচ জেতে ৭২ রানের বড় ব্যবধানে।
দিনের ভিন্ন দুই ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ৭৮ রানের বড় জয় পেয়েছে আবাহনী। ম্যাচে শুরুতে ব্যাট করে স্কোরবোর্ডে ৫ উইকেটে ২৭৭ রানের শক্ত ভিত গড়ে আবাহনী। যেই লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৯৯ রান তুলতে পেরেছে কলাবাগান। অন্যদিকে গুলজান ইয়ুথ ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে রূপালি ব্যাংক ক্রীড়া প্রতিষ্ঠান।
লিগে এখন পর্যন্ত ৪ ম্যাচ শেষে সবকটিতেই জয় নিয়ে টেবিলের শীর্ষে আছে মোহামেডান। সমান জয় নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে টেবিলের দুইয়ে অবস্থান রূপালি ব্যাংকের। সমান জয় নিয়ে টেবিলের তিন নম্বরে আবাহনী।