সাকিব-রিয়াদদের ছাড়িয়ে যেখানে শীর্ষে এখন রিশাদ

সাকিব-রিয়াদদের ছাড়িয়ে যেখানে শীর্ষে এখন রিশাদ

জাতীয় দলে আসার পর থেকেই লেগ স্পিনের জাদু নিয়মিতই দেখাচ্ছেন রিশাদ হোসেন। বাংলাদেশ দলে লেগ স্পিনারের যে হাহাকার ছিলো সেটা আপাতত রিশাদের পারফর্ম্যান্সে ঢেকে গেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট এখন তার। মাত্র ১৫ টা। এই থেকে স্পষ্ট বাংলাদেশ দলে লেগ স্পিনাররা কত কম সংখ্যক ম্যাচ খেলেছেন।

এবার মূল আলোচনায় আসা যাক। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে রিশাদ শিকার করেছেন একটা মাত্র উইকেট। তবে বল হাতে চার ওভারের কোটা পূরণ করে রান দিয়েছেন মাত্র সাত। যেটা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোটা পূরন করা বোলিং ফিগারে বাংলাদেশের সেরা। এদিন তার ইকোনমি ছিলো মাত্র ১.৭৫।

রিশাদ ভেঙেছেন যার রেকর্ড তার নামটাও একটু অবাক করা। এতোদিন এই রেকর্ড ছিলো মাহমুদউল্লাহ রিয়াদের কাছে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের বিপক্ষে ৪ ওভার করে রিয়াদ শিকার করেছিলেন এক উইকেট। রান দিয়েছিলেন মাত্র আট। ইকোনমি মাত্র দুই।

এরপরে অবশ্য সাকিবের রাজত্ব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার ওভার করে শুধুমাত্র নয় রান দিয়েছেন এমন ইনিংস আছে তিনবার। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পিএনজির বিপক্ষে ৯ রানে শিকার করেছিলেন চার উইকেট। ২০১৪ বিশ্বকাপে হংকংয়ের বিপক্ষে নয় রানে শিকার করেন তিন উইকেট। এছাড়া ২০২৪-এ জিম্বাবুয়ের বিপক্ষেও চার ওভারে নয় রানে নিয়েছেন এক উইকেট।

সাকিবের মতো চার ওভারে নয় রান দেওয়ায় মুস্তাফিজের নামও আছে একাধিক বার। ২০২১ সালের ছয় আগস্ট মিরপুরে অষ্ট্রেলিয়ার বিপক্ষে চার ওভারে নয় রান দিলেও ছিলেন উইকেট শূন্য। পরদিনও দেন মাত্র নয় রান। এবার শিকার দুই উইকেট।   

সেরা পাঁচ বোলারের আরেকজন আব্দুর রাজ্জাক। বাঁহাতি এই স্পিন কিংবদন্তি আইরিশদের বিপক্ষে ২০১২ সালে তাদের মাটিতে চার ওভারে নয় রান দিয়ে শিকার করেন দুই উইকেট।

সম্পর্কিত খবর