পাওয়ারপ্লেতে পাওয়ার শেষ হায়দরাবাদের

পাওয়ারপ্লেতে পাওয়ার শেষ হায়দরাবাদের

এবারের আইপিএলের অন্যতম ভয়ঙ্কর দল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ দু’বার গড়েছে তারা। তবে কেন জানি কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামলেই তালগোল পাকিয়ে ফেলে দলটির ব্যাটাররা। এর আগেও কলকাতার বিপক্ষে এবারের আইপিএলে দু’বার হারতে হয়েছে তাদের। সেই শোধ নেওয়ার ম্যাচ ছিল ফাইনালের মঞ্চ।

তবে এদিন দেখা গেল সেই হতশ্রী চেহারা। ইনিংসের প্রথম দুই ওভারেই সাজঘরে হায়দরাবাদকে এবারের আইপিএলে দুর্দান্ত সাফল্য এনে দেওয়া দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। ৬ রানে নেই ২ উইকেট। ভয়াবহ শুরু যাকে বলে এককথায়।

শুরুর বিপর্যয় সামলে নেওয়ার দায়িত্ব নেন রাহুল ত্রিপাঠি। তাকে সঙ্গ দিয়ে বিপদ কাটাতে শুরু করেছিলেন এইডেন মার্করাম। তবে শেষ পর্যন্ত মিচেল স্টার্কের দ্বিতীয় শিকার হয়ে ফিরতে হয়েছে ত্রিপাঠিকেও। ১৩ বলে ৯ রান করে উল্টো দলকে বিপদে ফেলে যান তিনি।

এবারের আইপিএলে পাওয়ারপ্লেতে রেকর্ড ১২৫ রান তোলা হায়দরাবাদ এদিন তুলে মাত্র ৪০ রান। তাও ৩ উইকেট খুইয়ে। সেই ধাক্কা সামাল দিয়ে গিয়ে রয়েসয়ে ব্যাট চালাতে থাকে হায়দরাবাদ। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। ৪৭ রানে এসে নিতিশ কুমারের উইকেট হারায় দলটি। তাতে বড় বিপদেই পড়ে গেছে হায়দরাবাদ। আর সেই সুযোগ লুফে নিয়ে হায়দরাবাদ ব্যাটারদের চেপে ধরেছে কলকাতার বোলাররা।

এর আগে, ফাইনালে রাইডার্সের বিপক্ষে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। তবে সেই শুরুটা ভালো হয়নি তাদের। ইনিংসের প্রথম ওভারেই মিচেল স্টার্কের পেসে উইকেট ভাঙে অভিষেক শর্মার। দ্বিতীয় ওভারে এসে বৈভব অরোরার বলে সাজঘরে ফিরে যান ট্রাভিস হেড। ইনিংসের প্রথম বলেই সাজঘরের পথ ধরতে হয় তাকে। চলতি আইপিএলে যা ট্রাভিসের তৃতীয় গোল্ডেন ডাক।

সম্পর্কিত খবর