ফাইনালে হায়দরাবাদের ব্যাটিং ধস, অলআউট ১১৩ রানে
একেই বুঝি বলে তীরে এসে তরী ডুবা। নইলে এবারের আইপিএলে এমন ব্যাটিং করেছে সানরাইজার্স হায়দরাবাদ যে তাদের বিপক্ষে মাঠে নামার আগে ভয়ে থাকে যেকোনো প্রতিপক্ষই। দু’বার আইপিএলের রেকর্ড দলীয় সংগ্রহ। ২০০+ সংগ্রহ তো দলটির কাছে অনেকটা নিয়মিত ঘটনা। সব মিলিয়ে এই আইপিএলেই ৬ বার দুশ পেরিয়েছে দলটির দলীয় সংগ্রহ।
এরমধ্যে রেকর্ড ২৮৭ রান তাদের নামের পাশে। এর বাইরেও পাওয়ারপ্লেতে রেকর্ড ১২৫ রান তোলা। সব মিলিয়ে হায়দরাবাদ প্রতিপক্ষের কাছে এক ত্রাস। তবে ফাইনালে এসে সেই চেনা হায়দরাবাদকে খুঁজেই পাওয়া গেল না। কলকাতা নাইট রাইডার্সের বোলিং তোপের মুখে পড়ে আলআউট হয়ে গেল মাত্র ১১৩ রানে। এই পুঁজি নিয়ে কতটা লড়াই জমিয়ে তুলতে পারে হায়দরাবাদ সেটাই এখন দেখার অপেক্ষা।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে কোয়ালিফায়ারের ম্যাচেও এমন শুরুতে ব্যাট করতে নেমে ব্যাটিং ধস নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদের। সেই ভুল ফাইনালে এসেও করলেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন। লক্ষ্য কলকাতাকে কঠিন এক টার্গেট ছুড়ে দেওয়া। যা গোটা আইপিএল জুড়ে করে এসেছে তারা।
তবে এদিন দেখা গেল উল্টো চিত্র। আগ্রাসী ব্যাটিং দূরে থাক কলকাতার বোলিং তোপ সামলে উইকেট বাঁচানোই যেন দায় হায়দরাবাদের ব্যাটারদের। ৬ রানেই নেই ২ উইকেট। ইনিংসের প্রথম ওভারেই মিচেল স্টার্কের পেসে উইকেট ভাঙে অভিষেক শর্মার। দ্বিতীয় ওভারে এসে বৈভব অরোরার বলে গোল্ডেন ডাক ট্রাভিস হেডের। ভয়াবহ শুরু হায়দরাবাদের। এরপর পাওয়ার প্লেতে ৪০ রান তুলতে গিয়ে খরচ ৩ উইকেট।
আগেও এমন বিপদে পড়েছে দলটি। তবে কেউ না কেউ হাল ধরে দলকে লড়াই করার মতো পুঁজি পাইয়ে দিয়েছে। সেই আশাতেই ছিল হায়দরাবাদ সমর্থকরা। তবে এদিন যেন দাঁড়াতেই পারছিল না হায়দরাবাদের ব্যাটাররা। ব্যাট ধরতেই যেন ভুলে গিয়েছিল বড় বড় ছক্কা হাঁকানো মার্করাম, ত্রিপাঠি ও ক্লাসেনরা। ফাইনালের চাপে ভেঙে পড়ল গোটা দল। ব্যাটিং অর্ডার যেন তাসের ঘর। সেখান থেকে ৭৭ রানে ৭ উইকেট নেই হায়দরাবাদের। শঙ্কা তখন দলীয় শত রান পার করা নিয়েই। তবে সেই শঙ্কা এড়িয়ে শেষ পর্যন্ত দলীয় সংগ্রহটাকে ১১৩ রানে নিয়ে যেতে পেরেছে হায়দরাবাদ।
সংক্ষিপ্ত স্কোর (১ম ইনিংস)
হায়দরাবাদঃ ১১৩/১০ (১৮.৩ ওভার); কামিন্স ২৪, মারক্রাম ২০; রাসেল ৩-১৯, স্টার্ক ২-১৪।