অবশেষে মিলল বিশ্বকাপ জার্সির দেখা
বাংলাদেশের সব কিছুতেই যেন দেরি। স্কোয়াড ঘোষণায় দেরি হলো। আর সব দলের জার্সির দেখা দল ঘোষণারো অনেক আগে মিলে গিয়েছিল। কিন্তু বাংলাদেশের এই জায়গাতেও হলো অনেক লুকোচুরি। অবশেষে আজ রাত বারোটায় মিলেছে জার্সির দেখা।
বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রার ঠিক আগে একটা জার্সির ছবি ফাঁস হয়ে গিয়েছিল। সবুজ জমিনের ওপর সেখানে ছিল বাঘের জলছাপ, হাতায় ছিল লাল স্ট্রাইপ, সঙ্গে লুকোচুরি ছিল হলুদ রঙেরও। আজ প্রকাশিত জার্সিটায় সেখান থেকে খুব বেশি পরিবর্তন আসেনি। দূর থেকে দেখে জার্সিটাকে ওই একইরকম বলে মনে হয়েছে।
আজ রাত বারোটায় এই জার্সির ছবি বিসিবি তাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে জার্সির ছবি প্রকাশ করে। সেখানে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের সবাই হাসিমুখে ছবি তুলেছেন জার্সিটি গায়ে।
বাংলাদেশের সময়টা অবশ্য ভালো কাটছে না। বিশ্বকাপের ঠিক আগে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে সিরিজ।
দুঃসময়টা পেছনে ফেলার সুযোগ অবশ্য বাংলাদেশ পাচ্ছে বিশ্বকাপে। আগামী ৮ জুন নিজেদের প্রথম ম্যাচে দলটা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।