ডট বল ৩২৩, দেড় লাখেরও বেশি গাছ লাগাবে বিসিসিআই
রান বন্যার আইপিএল এবারের আসরটা অবশ্য সীমাবদ্ধ ছল গ্রুপপর্বেই। প্লে-অফের মোট চার ম্যাচে কোনো দলই তুলতে পারেনি দুইশ পেরোনো সংগ্রহ। রেকর্ড ১ হাজার ২৬০টি ছক্কা ও ২ হাজার ১৭৪টি চারের এই আইপিএলের আসরের রান উৎসব চলেছে তাই শুরুর ৭০ ম্যাচেই।
গত বছর বৈশ্বিক উষ্ণতা কমাতে এবং সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধিতে বিশেষ এক উদ্যোগের সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই। সেই সিদ্ধান্তে তারা বলেছিল আইপিএলের ২০২৪ আসরে প্লে-অফে একটি ডট বল প্রতি ৫০০টি চারা গাছ রোপণ করবে তারা। এতেই তারা দেড় লাখেরও বেশি চারা গাছ রোপণ করতে যাচ্ছে।
প্লে-অফের চার ম্যাচে মোট ডট বলের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৩টি। এতেই সেই হিসেবে তাদের মোট গাছ লাগাতে হবে ১ লাখ ৬১ হাজার ৫০০টি।
প্রথম কোয়ালিফায়ারে কলকাতা-হায়দরাবাদের ম্যাচে মোট ডটের সংখ্যা ৭৩টি। একই মাঠে এলিমিনটরে মুখোমুখি হয় বেঙ্গালুরু ও রাজস্থান। সেই ম্যাচে ডট বল মোট ৭৪টি। এদিকে প্লে-অফের চেন্নাই পর্বের ডট সংখ্যা তো আরও বেশি। দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান ও হায়দরাবাদের ম্যাচে ডট হয়েছে ৯৬টি, অর্থাৎ পুরো ১৬ ওভার। এবং সবশেষ ফাইনালে ডটের সংখ্যা মোট ৮০। ফাইনালে খেলাই হয়েছে মোট ২৯ ওভার। সেখানে ১৩ ওভার ২ বলই হয়েছে ডট।