বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সময়সূচি, দেখবেন কোথায়?

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সময়সূচি, দেখবেন কোথায়?

প্রায় দুই মাসব্যাপী আইপিএলে মজেছিল ক্রিকেটপ্রেমীরা। কলকাতার শিরোপা জয়ের সঙ্গে রবিবার পর্দা নেমেছে ২০২৪ আইপিএল আসরের। এবার ক্রিকেটবিশ্বের নজর আগামী ২ জুন থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। স্বাগতিক দেশ হিসেবে এবার আছে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ।

এবারর বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ২০টি দল। প্রস্তুতি হিসেবে প্রত্যেককে দুটি করে ম্যাচ খেলার সুযোগ দিয়েছে আইসিসি। ইতোমধ্যে ভিন্ন চার দলের মাঝে হয়ে গেছে দুইটি প্রস্তুতিমূলক ম্যাচ। যেখানে নেপালকে হারিয়েছে কানাডা এবং ওমান হারিয়েছে পাপুয়া নিউ গিনিকে।

এবার মোট ১৬টি প্রস্তুতিমূলক ম্যাচের সূচি নির্ধারণ করে দিয়েছে আইসিসি। যার মাঝে বাংলাদেশের আছে দুইটি ম্যাচ, একটি আজ (মঙ্গলবার) রাতে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং অপরটি জুনের ১ তারিখ ভারতের বিপক্ষে।

দিন তিনেক আগেই স্বাগতিকদের সঙ্গে সিরিজ হেরে বেশ সমালোচিত হয়েছে টাইগাররা। আজ রাতে সে প্রতিশোধ তো তুলতেই চাইবে শান্তরা।

উল্লেখ্য যে, প্রোটিয়ারা আলাদা করে ভিন্ন কোনো দলের বিপক্ষে খেলবে না প্রস্তুতি ম্যাচ। তারা নিজেদের স্কোয়াডের মধ্যেই ম্যাচ খেলে প্র্যাকটিস সেরে নিবে।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে মতে জানা গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া এবং ভারত বনাম বাংলাদেশ ব্যতীত কোনো ম্যাচই সরাসরি সম্প্রচারিত হবে না। উক্ত ম্যাচ দুটি স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং হটস্টারে সরাসরি সম্প্রচার করা হবে। হটস্টারে বিনামূল্যে লাইভ স্ট্রিমিং করা যাবে।

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর প্রস্তুতি ম্যাচের সময়সূচী:

২৭ মে
১) কানাডা বনাম নেপাল (কানাডা ৬৩ রানে জয়ী)

২৮ মে
১) ওমান বনাম পাপুয়া নিউ গিনি (ওমান ৩ উইকেটে জয়ী) 
২) নামিবিয়া বনাম উগান্ডা (এই প্রতিবেদন লেখার সময় খেলা চলছে, নামিবিয়া ব্যাটিংয়ে)

৩) শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা 
৪) বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা

মে ২৯
১) অস্ট্রেলিয়া বনাম নামিবিয়া, বাংলাদেশ সময় ভোর ৫টা 

২) দক্ষিণ আফ্রিকা আন্তঃস্কোয়াড ম্যাচ, বাংলাদেশ সময় রাত ৯টা 
৩) আফগানিস্তান বনাম ওমান, বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা 

মে ৩০:
১) স্কটল্যান্ড বনাম উগান্ডা, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা 
২) নেপাল বনাম USA, বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা  

মে ৩১:
১) নামিবিয়া বনাম পাপুয়া নিউ গিনি, বাংলাদেশ সময় রাত সাড়ে ১টা  
২) নেদারল্যান্ড বনাম কানাডা, বাংলাদেশ সময় রাত ২টা  

৩) ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া, বাংলাদেশ সময় ভোর ৫টা  

৪) আয়ারল্যান্ড বনাম শ্রীলঙ্কা, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা  
৫) স্কটল্যান্ড বনাম আফগানিস্তান, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা  

জুন ১:
১) ভারত বনাম বাংলাদেশ, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা  

সম্পর্কিত খবর