‘তিন ম্যাচ হেরেছি তার মানে এটা না যে আমাদের সব শেষ’
শেষ চার ম্যাচের তিনটাতেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জিতেছে মাত্র একটা ম্যাচে। ঠিক উল্টো অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। তারা চার ম্যাচের তিনটিতে জিতেছে। হারিয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে। বিস্ফোরক ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচেই তারা ইংল্যান্ডের বিরুদ্ধে করেছে ৩৯৯ রান।
এমন দলের বিরুদ্ধে বাংলাদেশের বোলিং পরিকল্পনা কি হতে পারে সেই প্রসঙ্গে সাকিব জানালেন, ‘এমন একটা জায়গায় (মাঠে) খেলা হচ্ছে যেখানে আসলে বোলারদের ভালো না করলে জেতার সম্ভাবনা খুবই কম। এই মাঠে বোলাররাই জেতাতে পারে ম্যাচটা। বেশিরভাগ সময়ে এই মাঠে সেটাই হয়ে থাকে। শেষ ম্যাচে অবশ্য এই মাঠে আমরা প্রথমে ব্যাট করা দলের অনেক রান দেখেছি। আর ম্যাচের পরের অর্ধে দক্ষিণ আফ্রিকার বোলাররা ভালো বল করেছে। এই ম্যাচে আমাদের অবশ্য ভালো ক্রিকেট খেলতে হবে।’
‘দক্ষিণ আফ্রিকা চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে। টুর্নামেন্টে তারা বেশ ভালো অবস্থানে রয়েছে। আমরা তিন ম্যাচ হেরেছি। কিন্তু তাই বলে এটার মানে এটা না যে আমাদের সব শেষ। এখনো আমাদের পাঁচটা ম্যাচ আছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটা অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ। এখান থেকে যদি আমরা জিতে যেতে পারি তাহলে মোমেন্টাম আমাদের সঙ্গে আসবে এবং আমরা খুবই একটা ভালো অবস্থানে চলে আসবো। যদিও আমরা এখনো খুব বেশি ম্যাচ জিতিনি। কিন্তু পয়েন্ট টেবিল দেখলে আমরা কিন্তু খুব একটা বাজে অবস্থায় নেই। অন্যান্য দলের ফলাফল আমাদের সহায়তা করছে। এখন আমাদের দায়িত্ব হলো ভালো ক্রিকেট খেলে আরো ভালো অবস্থানে যাওয়া।’
পেছনে কি হয়েছে সেই দুঃশ্চিন্তা নিশ্চয়ই সামনের সময়কে ভালো করার কোনো কাজে লাগবে না। বরং সামনের সময়কে আরো কিভাবে রঙিন করা যায়- সেই পরিকল্পনাই সাফল্যেই এনে দেবে। আর তাই পেছনের হারের দুঃস্মৃতি হাতড়ানোর চেয়ে সাকিব পরের ম্যাচের সম্ভাব্য সাফল্যেও পথ খোঁজাকেই বেশি কার্যকর মনে করেন।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ নিয়ে সামনে এগোতে চাই। বিশ্বকাপের মতো বড় আসরে আপনি আপনার শেষ ম্যাচে জিতেছেন নাকি হেরেছেন, সেটা তেমন কোনো কাজে লাগে না। আসল বিষয়টা হলো সুনির্দিষ্ট দিনে কে ভালো পারফর্ম করছে। আমরা এখন দেখছি দক্ষিণ আফ্রিকা দারুণ জয়ে আকাশে উড়ছে। এই দলটিই কিন্তু নেদারল্যান্ডসের কাছে হেরেছিল। তারপর তারা দুর্দান্ত ক্রিকেট খেলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে। তার মানে এটা নয় যে এটা প্রতিদিনই ঘটবে। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছি। এখন আমাদের সেরা ক্রিকেটটা খেলতে চাই। তারপর দেখবো কোথায় দাড়িয়ে আছি আমরা।’