শান্তর চাওয়া ‘ভালো উইকেট’
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ডটা মোটেও সুখকর কিছু নয়। কথায় আছে, ‘চ্যারিটি বিগেনস অ্যাট হোম’। বাংলাদেশের টি-টোয়েন্টি রেকর্ডটা যে ভালো নয়, তার কারণটাও লুকিয়ে এখানেই, অন্তত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অভিমত তাই।
‘চ্যারিটি’টা যে ‘হোমেই’ শুরু করতে পারেনি বাংলাদেশ! ক্রিকেটের ক্ষুদ্রতর ফরম্যাটে ভালো করতে হলে ভালো উইকেটে খেলা ছাড়া উপায় নেই, সম্প্রতি এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তাই জানালেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে এখন পর্যন্ত সবকটা বিশ্বকাপ খেলেছে, এমন দল আছে নয়টা। তবে তার মধ্যে এক বারও নকআউট পর্বে খেলতে পারেনি, এমন দল স্রেফ বাংলাদেশই আছে।
তার কারণটা লুকিয়ে বাংলাদেশের ঘরের মাঠে। শান্ত বলেন, ‘আগে আমাদের ভালো উইকেটে খেলতে হবে। বিষয়টা আপনার কাছে অজুহাত মনে হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলেছি।’
ভালো উইকেটে খেললেও রাতারাতি পরিবর্তন আনা সম্ভব নয়, জানালেন তিনি। বললেন, ‘ছয় মাসে পরিস্থিতিটা বদলে দেওয়াটা কঠিন। যদি আমরা ভালো উইকেটে এক-দুই বছর খেলতে থাকি, তাহলে আমাদের স্ট্রাইক রেটে উন্নতি আসতে পারে।’