ডালাসে শিলাবৃষ্টি, প্রস্তুতি ম্যাচ পাবে তো বাংলাদেশ?
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ শেষ গেল শনিবারে। এরপর থেকেই বাংলাদেশ ঢুকে পড়েছে বিশ্বকাপের বলয়ে। বহুল আকাঙ্ক্ষিত বিশ্বকাপ জার্সির দেখাও মিলেছে গেল রোববার রাতে। আজ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামার কথা আছে নাজমুল হোসেন শান্তদের।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ আজ মুখোমুখি হবে সেই যুক্তরাষ্ট্রের। যাদের বিপক্ষে বাংলাদেশ খেলেছে তিন ম্যাচের সিরিজ। সিরিজের ঠিক পরপরই এই ম্যাচ হওয়ায় এই সূচি নিয়ে বিসিবিতে খানিকটা অসন্তোষ ছিল আইসিসি প্রস্তুতি ম্যাচের খসড়া সূচি করার পর থেকেই। যদিও শেষমেশ সে সূচি বদলায়নি আর, তিন ম্যাচ সিরিজের ঠিক পর আবার ওই যুক্তরাষ্ট্রের সামনেই এসে পড়েছে বাংলাদেশ।
তবে ম্যাচটা নিয়ে খানিকটা শঙ্কাই জেগেছে এখন। ম্যাচটা হবে ডালাসে। সেখানে গতকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সঙ্গে আছে শিলার উপস্থিতিও। সব মিলিয়ে পরিস্থিতিটা মোটেও ক্রিকেটের জন্য উপযোগী নয়।
যদিও আবহাওয়ার পূর্বাভাস সে শঙ্কা উড়িয়ে দিচ্ছে। ম্যাচটা হবে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়। তার আগে সকাল আটটা নাগাদ বৃষ্টি থেমে রোদের দেখা মেলার সম্ভাবনা জানাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস।
সঙ্গে যোগ করুন গ্র্যান্ড প্রেইরির দারুণ পানি নিষ্কাশন ব্যবস্থাকেও। বৃষ্টি না হলে আধাঘণ্টার আশেপাশে মাঠ শুকিয়ে ফেলার ক্ষমতা আছে এই ব্যবস্থার। যার ফলে ম্যাচ নিয়ে শঙ্কাটাও কমে গেছে অনেকখানি।
তবে পুরো পরিস্থিতিটা নির্ভর করছে ম্যাচের আগের আবহাওয়ার ওপর। তখন যদি বৃষ্টি না হয়, তাহলেই ম্যাচটা গড়াবে মাঠে। অন্যথায় ম্যাচটা মাঠেই গড়াতে পারবে না।