ওই অধ্যায়টা আমরা পেছনে ফেলে এসেছি: শান্ত
বিশ্বকাপ শুরু আর ক’দিন পরই। সময়ের হিসেবে আর বাকি মোটে ৫ দিন। তবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু একটু পর, আগামী ৮ জুন মাঠে নামবে নাজমুল হাসান শান্তর দল।
তবে কাজটা সহজ নয়। বাংলাদেশের ‘ডি’ গ্রুপে আছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে এখান থেকে কমপক্ষে তিন ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।
মিশনটা আগামী ৮ জুন যখন শুরু করবে বাংলাদেশ, তার অবধারিতভাবেই আগে সামনে চলে আসবে বাংলাদেশ-শ্রীলঙ্কার বহুল আলোচিত দ্বৈরথের বিষয়টা। শেষ অনেক বছর ধরেই দুই দলের ম্যাচ মানে বাড়তি ঝাঁজের উপস্থিতি। গেল বছর অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট ঘটনার পর তা বেড়ে গেছে বহুগুণে। এরপর গেল মার্চে দুই দলের সিরিজেও ছিল এর রেশ।
তবে এই উত্তেজনার রেশ বিশ্বকাপেও চলে আসবে, এমনটা মানতে নারাজ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি সম্প্রতি এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সেসব বিষয় বহু আগেই পেছনে ফেলে এসেছে তার দল। তিনি বলেন, ‘আমরা ওসব পেছনে ফেলে এসেছি।’
সেদিনের ওই ঘটনায় হাত ছিল বাংলাদেশ অধিনায়কেরও। তিনি জানান, এটা দোষের কিছু নয় যে তার অপরাধবোধ বহু দিন ধরে দলকে তাড়া করে ফিরবে।
শান্তর ভাষ্য, ‘যেদিন ঘটনাটা ঘটল, তারপর থেকে আজ পর্যন্ত এক দিনও ওই ঘটনার কথা ভাবিনি। আমরা এমন কিছু করিনি, যা আমাদের ভাবাবে। তাদের ভাবনায় কী চলছে, তা আমি জানি না।’
সে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ আবারও সামনে চলে আসছে। সে ম্যাচে দলের পরিকল্পনা কী, তা জানালেন শান্ত, ‘দল হিসেবে আমরা আমাদের নিজেদের খেলাতেই মনোযোগটা রাখতে চাই।’