অস্ট্রেলিয়ার বার্নস এখন ইতালির

অস্ট্রেলিয়ার বার্নস এখন ইতালির

৪০ ইনিংসে ৩৬.৯৭ গড়ে ১৪৪২ রান। সাত ফিফটি আর চার সেঞ্চুরি। অষ্ট্রেলিয়ার হয়ে ওপেনার জো বার্নসের ক্যারিয়ার একেবারেই খারাপ ছিলো না। নিয়মিত সুযোগ পেলে হয়তো সেটাকে আরও সমৃদ্ধ করতে পারতেন। তবে আর সেটা হচ্ছে না। হচ্ছে না বললে অবশ্য ভুল হবে। অজিদের হয়ে এর বেশি সমৃদ্ধ করা হচ্ছে না বলতেই হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে ২০২০ সালে সবশেষ মাঠে নামলেও, আন্তর্জাতিক ক্যারিয়ার এখানেই শেষ না।

বার্নসের পরবর্তী গন্তব্য ইতালি৷ টার্গেট ইতালিকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলানো। এজন্য খেলবেন ২০২৬ বিশ্বকাপের আঞ্চলিক বাছাইপর্বে। কেনো এমন সিদ্ধান্ত? তাও আবার ইতালির হয়ে? শুনলে খানিকটা মন খারাপ হতে পারে আপনার।

মূলত গত ফেব্রুয়ারিতে মারা যান জো বার্নসের বড় ভাই ডমিনিক বার্নস। যেটার শোক এখনও কাটিতে উঠতে পারেননি। তার ওপর তার ডমেস্টিকের দল কুইন্সল্যান্ডের সাথে হয়নি নতুন চুক্তি।

বার্নসদের বাবা অস্ট্রেলিয়ান হলেও তাদের না ইতালিয়ান বংশোদ্ভূত। তাদের নানা পাড়ি জমিয়েছেন অষ্ট্রেলিয়ায়। সেখান থেকেই শুরু। সেই সূত্রে ইতালিতেই ফিরছেন বার্নস।

সবসময় ১৫ নাম্বার জর্সি পরে খেলা বার্নস, ইতালির হয়ে খেলবেন ৮৫ নাম্বার জার্সি পরে। কারণটা নিজেই জানিয়েছেন এক ইন্সটাগ্রাম পোস্টের মাধ্যমে।

"এটা শুধু একটা সংখ্যা নয় কিংবা শুধু একটা জার্সি নয়। এটা সেই মানুষের জন্য, আমি জানি যে কিনা ওপর থেকে গর্বের সঙ্গে সব দেখছে। এ বছরের ফেব্রুয়ারিতে আমার ভাই মারা গেছেন। তার জার্সি নাম্বার ছিলো ৮৫ এবং এটা তার জন্মের বছরও।"

২০১৪ সালে টেস্ট এবং ২০১৫ সালে ওয়ানডে অভিষেক হয় বার্নসের। খেলেছেন ২৩ টেস্ট আর ছয় ওয়ানডে। প্রথম শ্রেণীর ক্রিকেটে আছেন প্রায় দশ হাজার রান। স্বীকৃত টি-টোয়েন্টিতে খেলেছেন ৮৮ ম্যাচ। বিগ ব্যাশে খেলেছেন ব্রিসবেন হিট এহং মেলবোর্ন স্টার্সের হয়ে। এবার অপেক্ষায় ইতালির ক্যাপ মাথায় তোলার।

সম্পর্কিত খবর