মেজর লিগ ক্রিকেট পেল আইসিসির স্বীকৃতি
দ্বিতীয় মৌসুমেই আইসিসির স্বীকৃতি পেয়ে গেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট। লিস্ট এ ক্রিকেটের মর্যাদা পেয়েছে লিগটি। যার ফলে এখন থেকে এই লিগে খেলা প্রতিটি খেলোয়াড়ের রান-উইকেট-ডিসমিসাল যোগ হবে টি-টোয়েন্টি ফরম্যাটের রেকর্ডে।
আজ বিষয়টি জানিয়েছেন টুর্নামেন্টের পরিচালক জাস্টিন গিল। ক্রিকইনফোকে তিনি বলেন, ‘এই স্বীকৃতির মানে হচ্ছে টুর্নামেন্টের মানকেও স্বীকৃতি দেওয়া। খবরটি পেয়ে আমরা দারুণ রোমাঞ্চিত কারণ এখন এখানে উঁচু মানের ক্রিকেটাররা খেলতে আসবেন। এই স্বীকৃতির পর টুর্নামেন্টের শক্তি বাড়বে, আর এর বৃদ্ধিও বাড়তি গতি পাবে, যুক্তরাষ্ট্রে খেলাধুলার গ্রহণযোগ্যতাও বেড়ে যাবে অনেকখানি।’
ছয় দলের এই টুর্নামেন্টের প্রথম আসরে শিরোপা গেছে এমআই নিউইয়র্কে। বিশ্বকাপের পরপরই বসবে এর নতুন আসর, বিশ্বকাপ খেলেই এই টুর্নামেন্টে নেমে পড়বেন সাকিব আল হাসান। তিনি এবারই প্রথম খেলবেন মেজর লিগ ক্রিকেটে। তার দলের নাম এলএ নাইট রাইডার্স।
মেজর লিগ ক্রিকেটে দল আছে ছয়টি। তার মধ্যে চার ফ্র্যাঞ্চাইজির মালিকানাই ভারতীয় দলের কাছে আছে। দল চারটি হলো– মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস।