তামিমকে ওটা কে বলেছিল, আমি জানি না- সাকিব

তামিমকে ওটা কে বলেছিল, আমি জানি না- সাকিব

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে নিয়মিত একটা খোঁজ- বাংলাদেশ কি সেমিফাইনালে খেলতে পারবে? আফগানিস্তানের বিরুদ্ধে বড় জয়ের পর টানা তিন ম্যাচে বড় হার শেষে বাংলাদেশের সেমিফাইনালের খোঁজখবরের সম্ভাবনা এবং সঙ্কট দুটোই এখন ভীষণ কৌতুহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

চন্ডিকা হাথুরুসিংহে, নাজমুল হোসেন শান্ত এবং মুস্তাফিজুর রহমানের পর এবার অধিনায়ক সাকিব আল হাসানও বলছেন, স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি। এখনো পাঁচ ম্যাচ বাকি। স্বপ্ন সফল করতে হলে আমাদের সামনে এখন একটাই কাজ, ভালো ক্রিকেট খেলা। সেই ভালো ক্রিকেট তার দলের কাছ থেকে অধিনায়ক দক্ষিণ আফ্রিকা ম্যাচেই দেখতে চান। 

চলতি বিশ্বকাপে সোমবারই প্রথমবারের মতো কোনো প্রেসমিটে এলেন সাকিব আল হাসান। প্রায় ২০ মিনিটের এই সংবাদ সম্মেলনে মন খুলে অনেক কথা বললেন অধিনায়ক। অনেক প্রশ্নের জবাব দিলেন পুরোটাই নিজের মতো করে। নিজের স্টাইলে। সাকিবের এই সংবাদ সম্মেলনে তামিম ইকবালের প্রসঙ্গও উঠলো। সাকিবের ফিটনেস প্রসঙ্গও গুরুত্ব পেল। তবে এবিষয়ে বাংলাদেশ অধিনায়ক উত্তর দিলেন কিছুটা হেঁয়ালির মেজাজে। 

অনেক সময় দেখা যায় শতভাগ ফিট না হয়েও অনেকে ম্যাচ খেলতে নেমে যান। সাকিবের ইনজুরির যে পরিস্থিতি তাতে তিনিও কি তেমনকিছু ভাবছেন কিনা? সাকিব এই প্রশ্নের গুগলিকে ছক্কার মেজাজে মাঠের বাইরে পাঠাতে চাইলেন। 

উল্টো প্রশ্ন ছুড়লেন তিনি- ‘আপনিই বলুন ফিটনেসের প্যারামিটার কি? আমি জানি না কি বলবো। তবে আমি এখন ব্যথামুক্ত এবং এটা যদি বহাল থাকে তাহলে আমি ম্যাচে নামার আশা করতেই পারি।’

মেহেদি হাসান মিরাজ আফগানিস্তান ম্যাচে টপঅর্ডারে ব্যাট করবেন সেটা বিশ্বকাপে খেলতে আসার আগেই নির্ধারিত ছিল। সেই জন্যই কি তামিম ইকবালকে তার ওপেনিং জায়গা ছেড়ে মিডলঅর্ডারে ব্যাটিংয়ের পরামর্শ দেওয়া হয়েছিল কিনা? এমন প্রশ্নের জবাবে সাকিব আল হাসান নিজেই কৌতুহলী হলেন- ‘আপনি কি জানতে চাইছেন তামিমকে কে ওটা বলেছিল? আমি জানি না ওটা কে বলেছিল, তবে সেটা আমি ছিলাম না।’

বিশ্বকাপে আসার আগে মিডলঅর্ডারে ব্যাটিংয়ের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল ওপেনার তামিম ইকবালকে। তামিম সেই পরামর্শে ভীষণ ক্ষেপে যান। প্রতিক্রিয়া দেখান। সেইসব ক্রিয়া-প্রতিক্রিয়ার ফলাফলে বিশ্বকাপের ১৫ জনের তালিকায় তামিমের নাম আর থাকলো না। 

এই বিশ্বকাপে তামিম ইকবাল খেলছেন না, কিন্তু না থেকেও তিনি আছেন অনেক আলোচনায়।

সম্পর্কিত খবর