প্রতিকূল আবহাওয়া, হচ্ছে না বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচ
বিশ্বকাপের প্রস্তুতি সারতে খানিক বাদেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে ঘা গরমের ম্যাচে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে শেষ পর্যন্ত সেটি সম্ভব হচ্ছে না প্রতিকূল আবহাওয়ার কারণে। যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে রাত সাড়ে ৯ টায় হতে যাওয়া এই ম্যাচটি বাতিল করেছে ম্যাচ অফিসিয়ালসরা। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
ম্যাচের আগের দিন রাতভর মুষলধারে বৃষ্টিসহ শিলাবৃষ্টি হওয়ায় ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। তবে এই মাঠের নিষ্কাশন ব্যবস্থা ভালো হওয়ায় ধারণা করা হচ্ছিল শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়াবে। তবে প্রস্তুতি ম্যাচ হওয়ায় বাড়তি চাপ নেয়নি কেউই। তাছাড়া ম্যাচরে দিন সকালে ফের বৈরি আবহাওয়া বিরাজ করলে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়। যার ফলে বিশ্বকাপের আগে প্রস্তুতিটা নেওয়া হলো না বাংলাদেশের।
অবশ্য আগামী ৮ জুন বিশ্বকাপের মূল মিশনে নামার আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ হাতে আছে বাংলাদেশের। যেখানে নাজমুল শান্তর দলের প্রতিপক্ষ আসরের অন্যতম শক্তিশালী দল ভারত। যেই ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১ জুন। সেটিই হবে বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে অবশ্য এই ম্যাচটি বাতিল হওয়ার আগেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে অবশ্য প্রস্তুতিতে ঘাটতিই চোখে পড়েছে। সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে শেষ ম্যাচ জিতে কোনো রকমে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে তাই ব্যাটারদের মনোবল বাড়াতে এই প্রস্তুতি ম্যাচটি বড্ড বেশি দরকার ছিল বাংলাদেশের। যদিও শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি আবহাওয়া জনিত কারণে।