বোলিং শুরু তাসকিনের, আশায় বাংলাদেশ
বিশ্বকাপের ঠিক আগে ঘরের মাঠে শেষ টি-টোয়েন্টি সিরিজে তাসকিন আহমেদ চোট পেয়েছিলেন। পাঁজরের এই চোট তাকে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিটা খেলতে দেয়নি। শঙ্কা জাগে বিশ্বকাপ নিয়েও।
তবে সে শঙ্কা এখন একটু একটু করে কেটে যাচ্ছে। দিনকয়েক আগে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আশার কথা জানিয়েছিলেন তাকে নিয়ে। এবার মিলল প্রমাণও। বোলিং শুরু করেছেন তাসকিন। ফলে তাকে ঘিরে আশাও বাড়ছে বাংলাদেশের।
চোটের কারণে ইতোমধ্যেই তিন ম্যাচ খেলতে পারেননি। এ সময় যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। এরপর বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচেও তাকে পাবে না নাজমুল হোসেন শান্তর দল।
তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাকে পেতে মরিয়া।
তার এমআরআই রিপোর্ট সন্তোষজনক এসেছে। ফলে তাকে পাওয়ার আশা বাড়ছে। সে কারণেই প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আশাবাদ ব্যক্ত করেছিলেন।
এবার আশার পালে আরও জোর হাওয়া লাগল। চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা তাসকিন আহমেদ ছোট ছোট রান আপে বোলিং করা শুরু করেছেন। টেক্সাসের ডালাসে বাংলাদেশ দলের অনুশীলনে আজ বোলিংয়ে নেমেছেন তিনি।
বাংলাদেশ দলের পারফর্ম্যান্সে তাসকিন আহমেদের প্রভাবটা কেমন তা একটা পরিসংখ্যানেই পরিষ্কার। তার যাওয়ার পর থেকে চার টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। হেরেছে তার তিনটিতে। যার মধ্যে আছে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের গ্লানিও। বিশ্বকাপের আগে তাই তাকে ফেরাতে মরিয়া বাংলাদেশ দল।