কোচ-নির্বাচকদের নিয়েই নামিবিয়াকে হারাল ৯ জনের অস্ট্রেলিয়া
সাধারণত বিশ্বকাপের মূল স্কোয়াড হয়ে থাকে ১৫ জনের। তবে বর্তমানে বিশ্বকাপের সহ-আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজে অবস্থানরত অজিদের বিশ্বকাপ স্কোয়াডে আছেন মোটে ৯ জন! কারণটা অবশ্য জটিল কিছু না। সদ্য শেষ হওয়া আইপিএলের লম্বা আসর শেষে এবং বিশ্বকাপের আগে চাঙ্গা হয়ে ফিরতে ছয়জনকে ছুটি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে বিশ্বকাপের মূলপর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা। তবে দলে তো নেই ১১ জনই? এতেই একাদশ পুরো করতে গতকাল নামিবিয়ার বিপক্ষে কোচ-নির্বাচকদেরও নামিয়েছে অস্ট্রেলিয়া। সঙ্গে জয়টা নিয়েও ফিরেছে তারা
আইপিএল শেষের পর সেই ছুটিতে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন, মার্কাস স্টয়নিস ও তাদের সাবেক অধিনায়ক প্যাট কামিন্স।
এতেই ফিল্ডিংয়ে ১১জন পুরো করতে প্রথম নেমেছিলেন অজিদের প্রধান নির্বাচক জর্জ বেইলি ও ফিল্ডিং কোচ আন্দ্রে বোরোভিচ। তারা বেশ কয়েক ওভার ফিল্ডিং করে উঠে গেলে পরে নেমেছিলেন তাদের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও ব্যাটিং কোচ ব্র্যাড হজ। একাদশে সাজাতে এমন হিমশিম খাওয়া দলটি অবশ্য জয়টা তুলেছে সহজেই। আগে বোলিং করে নামিবিয়াকে ১১৯ রানেই আটকে ফেলে তারা। পরে সেই লক্ষ্যে ৭ উইকেট ও পুরো ১০ ওভার হাতে রেখেই পৌঁছে যায় মিচেল মার্শের দল।
ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে জশ হ্যাজলউডের পেস তোপ ও অ্যাডাম জ্যাম্পার স্পিনে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৯ রানে থামে নামিবিয়ার ইনিংস। তাদের হয়ে স্রেফ ২০ রানের ব্যক্তিগত ইনিংসের গণ্ডি পেরোতে পেরেছিলেন জেন গ্রিন। তার ব্যাট থেকেই ৩০ বলে ৩৮ রান। এদিকে অজিদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জ্যাম্পা। তবে ৪ ওভারে স্রেফ ৫ রান দিয়ে ২ উইকেট নিয়ে দারুণ এক স্পেল শেষ করেন হ্যাজলউড।
সেই লক্ষ্যে পৌঁছাতে ইনিংসের অর্ধেক ওভার লাগলো অজিদের। কাজটা আরও বেশি সহজ করে দিয়েছে ওপেনিংয়ে নামা ডেভিড ওয়ার্নার। ২১ বলে ৬ চার ও ৩ ছক্কায় দলীয় সর্বোচ্চ ৫৪ রানে অপরাজিত ছিলেন এই তারকা বাঁহাতি ব্যাটার। এছাড়া টিম ডেভিড করেন ২৩ রান এবং শেষে ম্যাথু ওয়েড খেলেন ৫ বলে ১২ রানের এক ক্যামিও।
বিশ্বকাপের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা। পোর্ট অব স্পেনের এই মাঠেই আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টায় বিশ্বকাপের সহ-আয়োজক দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামবে মিচেল মার্শের দল।