বৃষ্টিতে পণ্ড ইংল্যান্ড-পাকিস্তান ‘অর্ধেক সিরিজ’

বৃষ্টিতে পণ্ড ইংল্যান্ড-পাকিস্তান ‘অর্ধেক সিরিজ’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি রেখেছিল ইংল্যান্ড ও পাকিস্তান। তবে তাদের সেই প্রস্তুতিতে জল ঢালল বৃষ্টি। লিডসে গত ২২ মের সিরিজের প্রথম ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টিতে। পরে গত শনিবার বার্মিংহামে সিরিজের দ্বিতীয় ম্যাচটি হয়েছে অবশ্য কোনো বৃষ্টির বাঁধা ছাড়াই। সেখানে ২৩ রানের ম্যাচ জেতে স্বাগতিকরা। এবার সিরিজের তৃতীয় ম্যাচেও ফিরল বৃষ্টি এবং পরিত্যক্ত হয় এই ম্যাচটিও। 

গতকাল কার্ডিফে সিরিজের তৃতীয় ম্যাচের এক ঘণ্টা আগে থেকেই শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টি না থামলে এবং ভেজা আউটফিল্ড বিবেচনায় স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেয় ম্যাচ আম্পায়াররা। 

এতে পরো সিরিজ হিসেব করলে অর্ধেক সিরিজই ভেস্তে গেল বৃষ্টি। এতে প্রস্তুতিতে মূলত ঘাটতি থেকে গেল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গত বছরের ২১ ডিসেম্বরের পর এই প্রথম গত শনিবার টি-টোয়েন্টিতে নামে বাটলার-মঈন আলীরা। অর্থাৎ, পাঁচ মাসেরও বেশি সময়ে স্রেফ একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। এবার আগামীকালে দ্য ওভালে সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচটি বৃষ্টিতে পণ্ড না হলে দুই ম্যাচে প্রস্তুতি সেরে বিশ্বকাপে যাবে ইংলিশরা। 

এদিকে বিশ্বকাপের আগে প্রস্তুতিতে বেশ ব্যস্ত সময় পার করেছে পাকিস্তান। এপ্রিল-মে মাসে ঘরের মাঠ ও সফর মিলিয়ে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছে তারা। 

ইংল্যান্ডের বিশ্বকাপ মিশনটাও শুরু পাকিস্তানের আগে। আগামী ৪ জুন বার্বাডোজে প্রতিবেশী স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে জশ বাটলারের দল। এদিকে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা শুরু আগামী ৬ জুন, বিশ্বকাপের সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। 

সম্পর্কিত খবর