গম্ভীরই কি তবে হতে চলেছেন ভারতের পরবর্তী কোচ? 

গম্ভীরই কি তবে হতে চলেছেন ভারতের পরবর্তী কোচ? 

আইপিএল শেষ। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর মাঝে ভারতীয় ক্রিকেটে যে বিষয়টি এখন সবচেয়ে বেশি আলোচিত সেটি হলো, কে হতে চলেছে ভারতের প্রধান কোচ। সপ্তাহ দুয়েক আগে থেকেই সেই পদের জন্য যেই নামটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সেটি গৌতম গম্ভীরের। সেই আলোচনায় এখন যেন কেবল বাস্তবে রূপ নিতে দেরী। 

গৌতম গম্ভীর এ আসরেই প্রথমবারের মতো কোচ হয়ে আসেন কলকাতা নাইট রাইডার্সের। এসেই প্রথম আসরে দলকে জেতান শিরোপা। তবে এই বিষয়টি কাকতালীয় বা অন্য কিছু হলেও হতে পারে, কলকাতার কোচদের পরবর্তী গন্তব্যই যেন হয় জাতীয় দলে। সেই গল্পটাই আগে করা যাক। 

২০২৪ আসরের আগে ২০১২ ও ২০১৪ আসরে শিরোপা জিতেছিল কলকাতা। সেই দুই আসরেই তাদের কোচ ছিলেন ট্রেভর বেলিস। আইপিএলে এমন সাফল্যের সূত্র ধরে তাকে ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব দেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড, ইসিবি। তবে প্রথমবারের সেই প্রস্তাব ফিরিয়ে দিলেও পরবর্তীতে আবার প্রস্তাব পেলে তখন রাজি হন এই অস্ট্রেলিয়ান কোচ। ভারতীয় ক্রিকেট বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট ও গণমাধ্যম ‘ক্রিকবাজ’ এই নিয়োগ নিয়ে জানায়, সেই প্রস্তাবটি এতোটাই ভালো ছিল যে বেলিস সেবার আর না করতে পারেননি।  

এবার আসা যাক ম্যাথু মট প্রসঙ্গে। তিনি ইংল্যান্ডের বর্তমান সাদা বলে দুই ফরম্যাটের দলের কোচ। তিনিও ছিলেন কলকাতার সহকারী কোচ হিসেবে। ইংলিশদের আরেক ফরম্যাট টেস্টের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম আইপিএলের ক্যারিয়ারটা শুরু করেন কলকাতার হয়েই। পরের ২০১৯ সালে দায়িত্ব পান প্রধান কোচের। তবে কি এবার গম্ভীরও চললেন সেই পথেই? 

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই শেষ হবে ভারতীয় দলে রাহুল দ্রাবিড়ের যাত্রা। মাঝে প্রধান কোচ প্রসঙ্গে বিসিসিআই অজি রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গেও যোগাযোগ করেছে এমন খবর ছড়িয়েছিল। তবে সেটির জবাবে বোর্ডের সেক্রেটারি জয় শাহ জানান, বোর্ড বা তিনি কেউই এমন কিছু করেননি এবং তাদের চাওয়া ভারতীয় ক্রিকেটকে ঘরোয়া লেভেল পর্যন্তও পর্যবেক্ষণে রাখে এমন কেউ দায়িত্বে আসুক। তাতেই গম্ভীর নামটা আসছে আরও জোরেশোরে। 

গত সোমবার শেষ হয়েছে বিসিসিআইয়ের সেই কোচের পদে জন্য আবেদন দেওয়ার সময়। গতকাল এক প্রতিবেদনে ক্রিকবাজ জানিয়েছে, সেই পদের জন্য আনুষ্ঠানিকভাবেই হয়তো আবেদন জমা দিয়েছেন গম্ভীর। তবে এ নিয়ে বোর্ড বা গম্ভীর এখন পর্যন্ত কেউই খোলাসা করে কিছু জানায়নি। 

ক্রিকবাজের সেই প্রতিবেদনটি আরো জানিয়েছে, কোচের পদের জন্য তাদের প্রথম ভাবনা ‘দেশের জন্য করতে হবে’। সেই শিরোনামকে কেন্দ্র করেই জয় শাহের সঙ্গে আলোচনা হয়েছে গম্ভীরের। এবং বোর্ড এবং গম্ভীরের লক্ষ্যটাও অনেকটা একই। 

প্রতিবেদনটিতে আলো বলা হয়েছে, গম্ভীর তার ঘনিষ্ঠদের সঙ্গেও ভারতের কোচ হওয়া প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন এবং সেটি করতে তিনি প্রস্তুতও। আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি দলের মালিক এবং বিসিসিআইয়ের উচ্চ মহলের ঘনিষ্ঠ ক্রিকবাজকে জানিয়েছেন, গম্ভীরের ভারতের কোচ হওয়ার বিষয়টি চূড়ান্ত। এখন কেবল বাকি আনুষ্ঠানিক ঘোষণার। সব সম্ভাবনার তীর যখন গম্ভীরের দিকেই তখন রাহুলের উত্তরসূরি হিসেবে রোহিত-কোহলিদের দায়িত্ব পড়তে যাচ্ছে কোনো ভারতীয়র হাতেই।    

সম্পর্কিত খবর