পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশকে টপকে গেল আফগানিস্তান

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশকে টপকে গেল আফগানিস্তান

পুরো ম্যাচটা না দেখে শেষটা দেখতে বসলে চোখ কচলে দেখতে পারেন, তাড়া করতে থাকা দলটা পাকিস্তান আর ডিফেন্ড করতে থাকা দলটা আফগানিস্তান নয় তো? ট্রিকি উইকেটে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে যেভাবে আফগানিস্তান হিসেব করে এগিয়েছে, তাও আবার শাহিন আফ্রিদিদের কোনো প্রকার সুযোগ না দিয়ে, তাতে এমনটা মনে হওয়ারই কথা।

শেষ ম্যাচের ফল যেমনই হোক, ম্যাচে ফেভারিটটা যে ছিল বাবর আজমের দলই! তবে ম্যাচে এসে সব হিসেব উলটে দিয়েছে আফগানরা। ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো হারিয়েছে পাকিস্তানকে। ৮ উইকেটের এই বিশাল জয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বাংলাদেশকেও টপকে গেছেন রশিদ খানরা।

ম্যাচের আগে পয়েন্ট তালিকার দশে ছিল আফগানরা, আর পাকিস্তান ছিল পাঁচে। তবে লড়াইয়ের শুরু থেকে কে বলবে দুই দলের পার্থক্যটা এত? টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানের উইকেট পাওয়ারপ্লেতে নেওয়া হয়নি বটে, কিন্তু আফগানিস্তান এরপরই পাক ব্যাটারদের ধরেছে চেপে। এই চাপই তো ভালো শুরুর পরও পাকিস্তানকে রানের গতি বাড়াতে দেয়নি!

বাড়াবে কী করে? ধাক্কা সামলে যখনই রানের গতি বাড়াবে, তখনই আফগানদের আঘাত। বাঁহাতি চায়নাম্যান স্পিনার নুর আহমেদের এদিনই অভিষেক হয়েছে বিশ্বমঞ্চে। তিনি একে একে তুলে নিয়েছেন পাকিস্তানের হয়ে বড় দুই ইনিংস খেলা আব্দুল্লাহ শফিক আর বাবর আজমের উইকেট, সঙ্গে বিদায় করেছেন মোহাম্মদ রিজওয়ানকেও। শেষে অবশ্য ইফতিখার আহমেদ আর শাদাব খান মিলে ঝড় তুলেছেন বটে। তাতে পাকিস্তান পায় ২৮২ রানের পুঁজি।

তবে সেটা যে আফগানদের সামনে নিরাপদ কিছু ছিল না, তা বোঝা যাচ্ছিল শুরু থেকেই। ইবরাহিম জাদরান আর রহমানউল্লাহ গুরবাজ মিলে আফগানদের এনে দেন ১৩০ রানের ভিত। তিন অঙ্কের স্ট্রাইক রেটে ফিফটির দেখা পাওয়া গুরবাজ ফিরলেও ইবরাহিম ছিলেন ঠায় দাঁড়িয়ে। দলীয় ১৯০ রানে তিনি যখন হাসান আলীর শিকার হয়ে ফিরছেন, তখন ইতোমধ্যেই জয়ের বন্দর চলে এসেছে দলের দৃষ্টিসীমায়। 

তবু ক্ষয়রোগের ভয় ছিল। সেটা শেষমেশ হতে দেননি তিনে নামা রহমত শাহ আর অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। দুজনের অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটিতে ভর করে ৮ উইকেটের বিশাল জয় নিয়ে তবেই মাঠ ছাড়ে আফগানিস্তান। 

তাতে পাকিস্তানকে প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে হারানোর স্বাদ নেয় আফগানরা। সঙ্গে গড়ে ফেলে আরও একটা কীর্তিও। বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম দুটো ম্যাচ জিতল দলটা। তাতে বাংলাদেশকে টপকে পয়েন্ট তালিকার ছয় নম্বর অবস্থানেও চলে এসেছে কোচ জনাথন ট্রটের শিষ্যরা। 

সম্পর্কিত খবর