দুয়ারে বিশ্বকাপ, ফল নিয়ে চিন্তিত নন শান্ত

দুয়ারে বিশ্বকাপ, ফল নিয়ে চিন্তিত নন শান্ত

নবমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আসর শুরুর বাকি মাত্র ৩ দিন। বাংলাদেশ অবশ্য খেলেছে আগের সবকটি আসরেই। এই সময়ে হওয়া প্রতিটি আসরে খেলেছে এমন নয়টি দলের মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশই কেবল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল পারেনি। কোনো রকমে দ্বিতীয় রাউন্ডে যাওয়াকেই নিজেদের সাফল্য মনে করেছে। তবে সেই অধ্যায়টা পেরিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন গল্প লিখবে বাংলাদেশ দলটির সমর্থকদের অনন্ত তেমনই প্রত্যাশা।

বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে নাজমুল শান্ত নিজেও সেই প্রত্যাশার কথা জানেন এবং বুঝেন। তবে সমস্যা হলো সাম্প্রতিক সময়ে যেই ক্রিকেট খেলেছে বাংলাদেশ তাতে জোড় গলায় তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছেন না আমরা সেমিফাইনাল বা ফাইনাল খেলব। উল্টো জানিয়েছেন ফল নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। যাতে ফুটে উঠেছে আত্মবিশ্বাসের অভাব। তবে বাংলাদেশের লক্ষ্য ঠিক করতে না পারলেও শান্তর মনোযোগ ছোট ছোট জিনিসগুলোতে উন্নতি করায়। তার মনে সে সবই নাকি বিশ্বকাপে বড় সাফল্য হয়ে ধরা দেবে দিনশেষে। বিসিবির গ্রিন রেড স্টোরিতে অধিনায়ক শান্ত জানিয়েছেন এমন কথায়।

বিশ্বমঞ্চে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নিয়ে অধিনায়ক শান্ত বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। তারপর যদি বিশ্বকাপের মতো আসরে এ ধরনের সুযোগ আসে, তাহলে সেটি অনেক গর্বের ব্যাপার।’

বিশ্বকাপে বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে অধিনায়ক বলেন, ‘সম্ভাবনা আমি বলতেই চাই না। কারণ আপনিও (প্রশ্নকর্তাকে) চান বাংলাদেশ শিরোপা জিতুক। খেলোয়াড়েরাও চায় বাংলাদেশ দল কাপ জিতুক। এটাই সবচেয়ে বড় লক্ষ্য। কিন্তু অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ হলো প্রস্তুতিটা ঠিকমতো নিয়েছি কি না, ছোট ছোট কাজগুলো করছি কি না, প্রক্রিয়াটা ঠিক আছে কি না—এই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, প্রতিটি ম্যাচে আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি, তাহলে ফল আসবেই। তাই ফল নিয়ে খুব একটা চিন্তা নেই। ছোট ছোট জিনিসগুলো যেন আমরা ঠিক করতে পারি, এটা নিয়ে বেশি মনোযোগী।’

সম্পর্কিত খবর