‘ম্যাক্সির ক্ষেত্রে আইপিএল ফর্ম অপ্রাসঙ্গিক’
আগামী ৬ জুন ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে অস্ট্রেলিয়া। আসরের অন্যতম ফেভারিট অজিরা। কদিন আগেই ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। এবার দলটি স্বপ্ন দেখছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজের করে নেওয়ার। আর অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা পালন করতে হবে গ্লেন ম্যাক্সওয়েলকে।
তবে সমস্যা হলো সদ্য শেষ হওয়া আইপিএলটা মোটেও ভালো কাটেনি ম্যাক্সির। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১০ ম্যাচে ৫.৭৭ গড়ে রান করেছেন মাত্র ৫২। বিশ্বকাপের আগে তাই অজিদের চিন্তার কারণ ম্যাক্সির এই অফফর্ম। অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা অবশ্য ম্যাক্সির আইপিএল ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন। ম্যাক্সির ক্ষেত্রে আইপিএল ফর্মটা নাকি নিতান্তই অপ্রাসঙ্গিক। দেশের হয়ে কি করতে পারেন তাতো সবশেষ ভারত বিশ্বকাপেই দেখিয়েছেন ম্যাক্সি। তাই ম্যাক্সিতে পূর্ণ আস্থা আছে খাজার।
ম্যাক্সিকে নিয়ে খাজা বলেন, ‘আইপিএল ফর্ম একেবারেই অপ্রাসঙ্গিক। ম্যাক্সি নিজেকে বারবার প্রমাণ করেছে। যে এমন একজন খেলোয়াড় যে দীর্ঘ সময় ধরে পারফর্ম করেছে। কাজেই সে বুঝে আপনি সবসময় ভাল পারফর্ম করতে পারবেন না।’
সদ্য শেষ হওয়া আইপিএলে যেই রান করেছেন ম্যাক্সি হিসেবে করলে প্রতি রানের পেছনে আরসিবিকে গুনতে হয়েছে ২১.১৫ লাখ রুপি। অন্যদিকে গুজরাট টাইটান্স মাত্র ২০ লাখ রুপি খরচ করে সাই সুদর্শনকে পেয়েছে। যিনি এই আইপিএলে করেছেন ৫২৭ রান। রান প্রতি তার খরচ মাত্র ৩ হাজার ৭৯৫ রুপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা নিয়ে হচ্ছে ট্রল। এই অবস্থা থেকে ম্যাক্সিকে বেরিয়ে আসার উপায়ও বাতলে দিয়েছেন খাজা।
বলেন, ‘আপনাকে কিছু ঝুঁকি নিতেই হবে, বিশেষ করে যদি আপনি মিডল অর্ডারে ব্যাট করেন। আর তাছাড়া টি-টোয়েন্টি ক্রিকেট সহজ নয়। তবে যদি সে একটি ভালো ইনিংস খেলে ফেলতে পারে, তবে সে এখান থেকে বেরিয়ে আসবে। অতীতে কী ঘটেছে তা বিবেচ্য নয়। সে তার খেলা পরিবর্তন করবে না এবং এটা উচিতও না। সে শুধু সামনে খেলবে এবং একটা সময় সে নিজেকে খুঁজে পাবে।’