বিশ্বকাপের ধারাভাষ্যে একমাত্র বাংলাদেশি আতহার

বিশ্বকাপের ধারাভাষ্যে একমাত্র বাংলাদেশি আতহার

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ দুয়ারে চলে এসেছে। এই বিশ্বকাপে ধারাভাষ্য কক্ষে কে কে থাকবেন, তার তালিকা ঘোষণা করেছে আইসিসি। এই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন আতহার আলি খান।

ক্রিকেটের ক্ষুদ্রতর এই ফরম্যাটের বিশ্বআসরকে সামনে রেখে মোট ৪১ জন ধারাভাষ্যকারকে প্যানেলে রেখেছে আইসিসি। যেখানে রয়েছেন অসংখ্য সাবেক ক্রিকেটার ও তারকা ধারাভাষ্যকার।

হার্শা ভোগলে, রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, মেল জোন্স, রমিজ রাজা ও ইয়ান বিশপরা থাকছেন নিশ্চিতভাবেই। এখানে থাকবেন রিকি পন্টিং, সুনীল গাভাস্কার, ম্যাথিউ হেইডেন, ইয়ন মর্গ্যান, টম মুডি এবং ওয়াসিম আকরামরাও। আমেরিকার বিখ্যাত ক্রীড়া ধারাভাষ্যকার জেমস ও'ব্রায়েন থাকছেন এই তালিকায়। 

বড় নাম এখানেই শেষ নয়। ইবোনি রেইনফোর্ড-ব্রেন্ট, স্যামুয়েল বাদ্রি, কার্লোস ব্রাথওয়েট, স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ, লিসা স্তালেকার, ডেইল স্টেইন, মাইকেল অ্যাথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল ও শন পোলকরাও আছেন এই তালিকায়।

ক্যাটি মার্টিন, এমপুমেলেলো এমবাঙওয়া, নাতালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালিসন মিচেল, অ্যালান উইলকিন্স, ব্রায়ান মার্গাট্রয়েড, মাইক হায়েসম্যান, ইয়ান ওয়ার্ড, আতহার আলি খান, রাসেল আর্নল্ড, নাইল ও’ব্রায়ান, কাস নাইডু ও ড্যারেন গঙ্গা।

বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী ২ জুন থেকে। ২০ দলের এই আসরের ফাইনাল হবে আগামী ২৯ জুন, ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে।

সম্পর্কিত খবর