রাজত্ব শেষ হলো সাকিবের

রাজত্ব শেষ হলো সাকিবের

একটা লম্বা সময় পর্যন্ত ক্রিকেটের তিন ফরম্যাটেই অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ছিলেন সাকিব অল হাসান। তবে বাকি দুই ফরম্যাটে শীর্ষস্থান হারিয়ে ফেললেও টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডারের তালিকায় নিজের নামটা ধরে রেখেছিলেন সাকিব। অবশেষে খোয়া গেল সেটিও। সাকিবকে টপকে টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার এখন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আইসিসির সবশেষ টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং হালনাগাদে দেখা গেছে এই চিত্র।

টি-টোয়েন্টিতে অবশ্য সময়টা এমনিতেও ভালো কাটছিল না সাকিবের। মাঝে লম্বা সময় বিরতি দিয়ে জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচ ফিরেন। যেখানে বোলিংটা ঠিকঠাক হলেও ব্যাট হাতে রান পাননি তিনি। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষেও ধুঁকতে হয়েছে সাকিবকে। ব্যাটিং কিংবা বোলিং কোথায় তেমন আলো কাড়তে পারেননি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে ৩ ম্যাচ খেলে সাকিব উইকেট নেন মাত্র ১টি। অন্যদিকে ব্যাটিংয়ে ৩ ম্যাচ খেলে করেন ৩৬ রান। যার ছাপ পড়েছে তার আলরাউন্ড রেটিংয়ে।

টি-টোয়েন্টিতে ২০২২ সালের অক্টোবর থেকেই অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ছিলেন সাকিব। তবে জিম্বাবুয়ে সিরিজে এস সাকিবকে ছুঁয়ে ফেলেন হাসারাঙ্গা। তবে শীর্ষে ছিলেন সাকিবই। এবার সেই শীর্ষস্থান হারিয়েছেন সাকিব। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের ২ নম্বরে অবস্থান করছেন এখন তিনি। তার রেটিং ২২৩। অন্যদিকে শীর্ষস্থান দখল করা লঙ্কান অধিনায়ক হাসারাঙ্গার রেটিং ২২৮। অর্থাৎ সাকিবকে ৫ রেটিং পয়েন্টে ছাড়িয়ে শীর্ষস্থান নিজের করে নিয়েছেন হাসারাঙ্গা।

শুধু অলরাউন্ডার হিসেবেই অবনতি হয়নি সাকিবের। বোলিং র‌্যাঙ্কিংয়েও ১ ধাপ পিছিয়েছেন তিনি। এক ধাপ নিচে নেমে সাকিবের অবস্থান এখন ৩৭ নম্বরে। অন্যদিকে ব্যাটিংয়ে ৩ ধাপ পিছিয়ে সাকিবের বর্তমান অবস্থান তালিকার ৮২ নম্বরে।

সম্পর্কিত খবর