জাতীয় স্কুল ক্রিকেটের চ্যাম্পিয়ন কদমতলা পূর্ব বাসাবো স্কুল

জাতীয় স্কুল ক্রিকেটের চ্যাম্পিয়ন কদমতলা পূর্ব বাসাবো স্কুল

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ২০২৩-২৪ মৌসুমের শিরোপা রইল ঢাকাতেই। চ্যাম্পিয়ন হয়েছে রাজধানীর কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। আজ বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ন্যাশনাল ফাইনালে পিরোজপুরের সরকারি কে.জি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে ১৮৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। তবে এরপরই তাদের ঘুরে দাঁড়ানোর শুরু। ৮ নম্বরে নামা সিফাত শাহরিয়ার ১৪৮ রানের ইনিংস খেলেন। তাতে ভর করেই ২৮৬ রানের বড় পুঁজি পায় কদমতলার স্কুলটি। জবাব দিতে নেমে ৯৯ রানের বেশি করতে পারেনি পিরোজপুরের দল।

ব্যাট হাতে দারুণ পারফর্ম করা সিফাত শাহরিয়ারকে ফিল্ডিং করার সময় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়। তবে বোলিংয়ে বিজয়ী দলের হয়ে হ্যাটট্রিক করে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেন মোহাম্মদ হোসাইন। 

পিরোজপুরের সরকারি কে.জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় আজ শুরু থেকেই ছিল নড়বড়ে। ব্যাটিংয়ে অধিনায়ক অনিকের ইনিংস সর্বোচ্চ ২২ রান ছাড়া আর কেউই নিজেদের ইনিংস বড় করতে পারেননি। দলটা তাদের ইনিংস শেষ করে ৯৯ রানে। ফলে ১৮৭ রানের জয়ে জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। 

এক নজরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৩-২৪:
চ্যাম্পিয়ন: কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
রানারআপ: সরকারি কে.জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
ম্যান অব দ্যা ফাইনাল: সিফাত শাহরিয়ার (মোশারফ) - ঢাকা
ম্যান অব দ্যা টুর্নামেন্ট: হৃদয় ফকির (কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা)
সর্বোচ্চ রান: সিফাত শাহরিয়ার (মোশারফ) - (১৯২ রান, ন্যাশনাল রাউন্ড) - ঢাকা।
সর্বোচ্চ উইকেট: নূর আহমেদ সিয়াম - (৯ উইকেট, ন্যাশনাল রাউন্ড)

সম্পর্কিত খবর